বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ৩০ সেপ্টেম্বর

বাবরি মসজিদ। ফাইল ফটো

দীর্ঘ ২৮ বছর পর ভারতে বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় হতে যাচ্ছে। আগামী ৩০ সেপ্টেম্বর এই মামলার রায় জানানো হবে বলে জানিয়েছেন লক্ষ্ণৌর বিশেষ সিবিআই আদালতের বিচারক সুরেন্দ্র কুমার যাদব।  

মামলায় অভিযুক্ত ভারতের সাবেক উপপ্রধানমন্ত্রী এল কে আদভানি, মুরলী মনোহর যোশী, কল্যান সিং, উমা ভারতীসহ ৩২ আসামিকে এদিন আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে।

এ মাসের শুরুতেই ৩২ জন অভিযুক্তের জবানবন্দি রেকর্ড করেন আদালত।

এল কে আদভানিসহ ২৫ অভিযুক্তের হয়ে এ মামলা লড়ছেন আইনজীবী কে কে মিশ্র।

এ মামলার রায়ের সময়সীমা এর আগে ৩১ আগস্ট পর্যন্ত ছিল। পরে সুপ্রিম কোর্ট সময়সীমা এক মাস বাড়িয়ে বিশেষ সিবিআই আদালতকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে মামলার নিষ্পত্তি করার আদেশ দিয়েছিলেন।

এর আগে, গত বছরের ৯ নভেম্বর বাবরি মসজিদের জমি সংক্রান্ত মামলার রায় ঘোষণা করেন দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ।

সেদিন রায়ে বলা হয়, অযোধ্যার বিতর্কিত জমি মন্দির নির্মাণের জন্য তুলে দিতে হবে সরকারি ট্রাস্টের হাতে এবং শহরের ‘উপযুক্ত’ পাঁচ একর জমি মুসলিমদের দিতে হবে।

পঞ্চদশ শতাব্দীতে নির্মিত এই মসজিদ ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ভেঙে ফেলা হয়। মসজিদটি ভাঙ্গার পর ভারতের বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন- 

বাবরি মসজিদ মামলার আসামি আদভানি, যোশী: রায় ৩১ আগস্টের মধ্যে

বিতর্কিত জমিতে মন্দির, মসজিদের জন্য বিকল্প জায়গা

Comments

The Daily Star  | English

Iran's top security body to decide on Hormuz closure

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

13h ago