নিখোঁজের ১০ দিন পর বিরল সীমান্তে যুবকের মরদেহ উদ্ধার
দিনাজপুরের বিরলে ভারতের সীমান্তবর্তী কাঁটাতারের বেড়ার কাছে এক যুবকের পাঁচ টুকরো হওয়া মরদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের ধর্মজইন কাড়লিয়াপাড়া (ব্রিজ পাড়া) থেকে গত ১০ দিন আগে কবীর উদ্দীনের পুত্র মো. জাহাঙ্গীর আলম (৩৫) নিখোঁজ হন।
আজ সকালে বাংলাদেশ-ভারত সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে গোবরা বিল নামক স্থানে গলে যাওয়া বিচ্ছিন্ন মরদেহ দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয় এলাকাবাসী।
এনায়েতপুর বিওপির ৩২১ নং মেইন পিলারের সাব পিলার ১০-১১ এর মধ্য থেকে মরদেহের মাথা ও একটি পা বিচ্ছিন্ন অবস্থায় উদ্ধার করে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন স্থানীয় জগতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) তৌহিদুল ইসলাম।
পুলিশ পরিবারের কাছ থেকে নিহতের মরদেহ নিয়ে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এ ব্যাপারে জগতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) তৌহিদুল ইসলাম বলেন, ‘ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
Comments