ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড ৯৭৮৯৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১১৩২

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৯৭ হাজার ৮৯৪ জনকে শনাক্ত করা হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশটিতে এক দিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫১ লাখ ১৮ হাজার ২৫৩ জনে দাঁড়াল। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে।
দিল্লির একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগীকে সেবা দিচ্ছেন এক স্বাস্থ্যকর্মী। ১৫ সেপ্টেম্বর ২০২০। ছবি: রয়টার্স

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৯৭ হাজার ৮৯৪ জনকে শনাক্ত করা হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশটিতে এক দিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫১ লাখ ১৮ হাজার ২৫৩ জনে দাঁড়াল। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে।

একই সময়ে মারা গেছেন আরও এক হাজার ১৩২ জন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দেশটিতে মৃত্যুবরণ করেছেন ৮৩ হাজার ১৯৮ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮২ হাজার ৭১৯ জন। মোট সুস্থ হয়েছেন ৪০ লাখ ২৫ হাজার ৭৯ জন। ভারতে মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ।

আজ বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে। এরপর রয়েছে অন্ধ্র প্রদেশ, তামিল নাড়ু, কর্ণাটক ও উত্তর প্রদেশে। দেশটিতে মোট শনাক্ত ৫১ লাখ ১৮ হাজার ২৫৩ জনের মধ্যে বর্তমানে আক্রান্ত রয়েছেন ১০ লাখ নয় হাজার ৯৭৬ জন।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ১১ লাখ ৩৬ হাজার ৬১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ছয় কোটি পাঁচ লাখ ৬৫ হাজার ৭২৮টি নমুনা।

উল্লেখ্য, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দুই নম্বরে। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও পরে ব্রাজিল।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই কোটি ৯৭ লাখ ৬৪ হাজার ৫৫ জন এবং মারা গেছেন নয় লাখ ৩৯ হাজার ৪৭৩ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি দুই লাখ ২৫ হাজার ২১৯ জন।

Comments

The Daily Star  | English

Global index for free and fair elections suffers biggest decline on record in 2023, democracy watchdog says

Lower voter turnout and increasingly contested results globally are threatening the credibility of elections, an intergovernmental watchdog warned on Tuesday, as its sub-index for free and fair elections suffered its biggest decline on record in 2023

59m ago