দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন নেইমার

neymar
ছবি: রয়টার্স

ফরাসি গণমাধ্যমের খবর অনুসারে, বড় ধরনের শাস্তির শঙ্কায় ছিলেন নেইমার। সে তুলনায় বলা যায়, অল্পতে পার পেয়ে গেছেন তিনি। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) তারকা ফরোয়ার্ডকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি অলিম্পিক মার্সেইয়ের আলভারো গঞ্জালেজের বিরুদ্ধে বর্ণবাদের যে অভিযোগ তিনি করেছেন, তা তদন্ত করে দেখবে ফরাসি লিগ কর্তৃপক্ষ।

গত রবিবার রাতে লিগ ওয়ানের ম্যাচে মেজাজ হারিয়ে মার্সেইয়ের গঞ্জালেজের মাথার পেছনে আঘাত করেছিলেন নেইমার। পরে ভিএআরের সাহায্য নিয়ে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ওই ঘটনায় বুধবার তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে লিগ দে ফুটবল প্রফেশনাল (এলএফপি)। মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময়ই অবশ্য ফোর্থ অফিসিয়ালের কাছে বর্ণবাদের শিকার হওয়ার কথা জানিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা। তার অভিযোগ, স্প্যানিশ ডিফেন্ডার আলভারো তাকে ‘বানর’ বলেছেন।

ফ্রান্সে পিএসজি আর মার্সেইয়ের মধ্যকার ম্যাচ মানেই অন্যরকম উন্মাদনা। উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। দুদলের সবশেষ লড়াইটি সত্যিকার অর্থেই রূপ নিয়েছিল ‘লড়াই’য়ে। যেখানে মারামারিতে জড়িয়ে পড়া পিএসজির তিন আর মার্সেইয়ের দুই ফুটবলারকে দেখানো হয় লাল কার্ড। নেইমারসহ তাদের সবাইকে শাস্তি দিয়েছে এলএফপি।

সবচেয়ে বড় শাস্তি জুটেছে পিএসজির লেভিন কুরজাওয়ার কপালে। ৬ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন এই ফরাসি ডিফেন্ডার। যাকে তিনি লাথি মেরেছিলেন, মার্সেইয়ের সেই জর্ডান আমাভি পেয়েছেন তিন ম্যাচের নিষেধাজ্ঞা। প্যারিসিয়ানদের আর্জেন্টাইন মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস স্বদেশি দারিও বেনেদেত্তোর সঙ্গে বচসায় জড়িয়েছিলেন। পারেদেসকে দুই ও বেনেদেত্তোকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

তাছাড়া, লিগের শৃঙ্খলা কমিটি আগামী ২৩ সেপ্টেম্বর তলব করেছে পিএসজির আনহেল দি মারিয়াকে। আর্জেন্টাইন উইঙ্গারের বিরুদ্ধে অভিযোগ, বাগ-বিতণ্ডার আগে ম্যাচের মাঝে আলভারোকে থুতু মেরেছিলেন তিনি।

উল্লেখ্য, নেইমারকে ছাড়াই বুধবার রাতে মেসের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে পিএসজি। নিসের বিপক্ষে সামনের ম্যাচেও ফরাসি লিগের শিরোপাধারীরা পাবে না বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে। নেইমার ফিরতে পারবেন আগামী ২৭ সেপ্টেম্বর, রাসের বিপক্ষে।

Comments

The Daily Star  | English

Cops gathering info on polls candidates

Based on the findings, law enforcers will assess security needs in each constituency and identify candidates who may pose risks.

12h ago