সাবেক ক্রিকেটার ও বিসিবি সদস্য এস এম ফারুক আর নেই
সাবেক ক্রিকেটার, জাতীয় দলের সাবেক ম্যানেজার ও বিসিবির টেকনিক্যাল কমিটির সদস্য এ এস এম ফারুক মারা গেছেন। বুধবার রাত নয়টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
১৯৭৭ সালের জানুয়ারিতে ঢাকায় যে ম্যাচ দিয়ে প্রথম কোনো বিদেশি দলের সঙ্গে খেলেছিল বাংলাদেশ, এমসিসির বিপক্ষে সেই ম্যাচে মাঠে নেমেছিলেন ফারুক। দুই বছর পর আইসিসি ট্রফির প্রাথমিক দলেও ছিলেন তিনি। কিন্তু চূড়ান্ত দলে তার সুযোগ হয়নি।
বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে দীর্ঘ সময়ের সম্পর্কে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ফারুক। খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর সংগঠক ও প্রশাসক হিসেবে আরও বেশি পরিচিতি পান তিনি। ২০০৩ বিশ্বকাপে ছিলেন বাংলাদেশ দলের ম্যানেজার। ২০১৬ সালে দেশের মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও যুবাদের ম্যানেজারের দায়িত্বে ছিলেন তিনি।
ফারুক একসময় বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান ছিলেন। ছিলেন বিসিবির কাউন্সিলরও। সবশেষ তিনি দায়িত্ব পালন করছিলেন বিসিবির টেকনিক্যাল কমিটির সদস্য হিসেবে।
খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় ফারুক কাটিয়েছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে। পরবর্তীতে দলটির সংগঠক হিসেবেও দারুণ ভূমিকা রেখেছেন।
সাবেক ক্রিকেটার ও সংগঠকের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
Comments