পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক
শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল সীমিত হওয়ায় পাটুরিয়া ঘাট এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক আটকা পড়ে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘র্দীঘদিন শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে সীমিত আকারে ফেরি চলছে। যে কারণে পাটুরিয়া ঘাটে পণ্যবাহী যানবাহনের চাপ বাড়ছে। তবে যাত্রী পারাপারে ভোগান্তি হচ্ছে না। এ ছাড়া, জরুরি কাজে ব্যবহৃত যানবাহনগুলোকে অগ্রাধিকারভিত্তিতে পার করা হচ্ছে। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ১৯টি ফেরির মধ্যে ১৮টি যানবাহন পার করছে। একটি ফেরি ভাসমান কারখানায় মেরামত করা হচ্ছে।’
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ঘাট এলাকায় সাধারণ পণ্যবাহী ট্রাকের অতিরিক্ত চাপ থাকায় মহাসড়কের উথুলী সংযোগ সড়কে শতাধিক ট্রাক আটকে রাখা হয়েছে। যানজট পরিস্থিতি স্বাভাবিক হলে উথুলী থেকে পর্যায়ক্রমে গাড়িগুলো ছেড়ে দেওয়া হবে।’
Comments