সৌদিগামী ফ্লাইট পরিচালনার অনুমতি এখনো পায়নি বিমান
শর্ত সাপেক্ষে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছিল সৌদি আরব। সে অনুযায়ী সৌদিগামী যাত্রীদের নিয়ে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে, সৌদি কর্তৃপক্ষ এখনো ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি।
আজ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সৌদি সরকারের অনুমতি পাওয়ার পর ফ্লাইট পরিচালনা করবে বিমান। সৌদি গমনেচ্ছু যাত্রীদের যাত্রার তারিখ, সময় ইত্যাদি যথাসময়ে অবহিত করা হবে।
গত ১৫ সেপ্টেম্বর থেকে আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইটের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় মধ্যপ্রাচ্যের দেশটিতে। ছয় মাস বন্ধ থাকার পর শর্ত সাপেক্ষে আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর নাগরিক, সৌদির বাসিন্দা নন কিন্তু ইকামা আছে এমন নাগরিক এবং ভ্রমণ ভিসায় সৌদিতে প্রবেশ করার সুযোগ দেওয়া হয়।
এর প্রেক্ষিতে ২০ সেপ্টেম্বর থেকে ঢাকা-জেদ্দা-চট্টগ্রাম রুটে সপ্তাহে একটি ফ্লাইট চালু করার উদ্যোগ নেয় বিমান।
Comments