করোনায় কুমিল্লা মেডিকেলের সহকারী অধ্যাপক ডা. ওবায়দুর রহমানের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. ওবায়দুর রহমান মারা গেছেন।
আজ বৃহস্পতিবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে জানান, ওবায়দুর রহমান এ মাসে হাসপাতালে ১০ দিন দায়িত্ব পালনের পর করোনায় আক্রান্ত হন। পরে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সাত দিন চিকিৎসার পর আজ তিনি মারা যান।
কুমিল্লা বিএমএ এর সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম জানান, ডা. ওবায়দুর সিলেট ওসমানী মেডিকেল কলেজের ২১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সম্ভবত সেপ্টেম্বরের প্রথম দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনের সময় তিনি সংক্রমিত হন।
তিনি আরও জানান, ড. ওবায়দুরসহ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেলের তিন জন চিকিৎসক মারা গেছেন এবং ১২৫ জনেরও বেশি আক্রান্ত হয়েছেন।
Comments