মা ইলিশ রক্ষায় ১৪ অক্টোবর থেকে ২২ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা
মা ইলিশের নিরাপদ বিচরণ ও ডিম ছাড়ার জন্য আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন সাগরের মোহনা এবং ইলিশ চলাচলকারী নদনদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার বিকেলে মৎস্য অধিদপ্তরে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিমের সভাপতিত্বে এই সিদ্ধান্ত হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আনিসুর রহমান।
তিনি বলেন, 'আমরা মা ইলিশ রক্ষায় এবারও ২২দিন সব ধরনের মাছ ধরা বন্ধ রাখার প্রস্তাব দিই। এ সময় জেলে সম্প্রদায়কে প্রণোদনাসহ চাল দেওয়া হবে। মৎস্যজীবী ও জেলে ফেডারেশনসহ সকলে এই প্রস্তাবে সম্মতি জানালে মাছ ধরা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।'
এসময় সারাদেশে ইলিশ আহরণ, বিপণন, পরিবহন, বেচা-কেনা, বিনিময় এবং মজুদও নিষিদ্ধ থাকবে।
Comments