মেসিকে ছাড়াও ম্যানসিটি দারুণ দল: তোরেস
অনেক দিন থেকেই হালের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিকে পেতে চাইছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। চলতি মৌসুমে সে চাওয়া অনেকটাই পূরণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল তাদের। বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন মেসি। যদিও পরে মন পরিবর্তন করতে বাধ্য হন। তাই এ আর্জেন্টাইন তারকাকে আর পাওয়া হয়নি দলটির। কিন্তু মেসিকে ছাড়াও দলটি দারুণ কিছু করতে পারে বলে মনে করেন সিটির নতুন সাইনিং ফেরান তোরেস।
প্রিমিয়ার লিগ পুনরুদ্ধার করার পাশাপাশি সিটির বর্তমান স্কোয়াড নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ২০ বছর বয়সী এ স্প্যানিশ তরুণ, 'আমার মনে হয় মেসিকে ছাড়াও আমাদের দারুণ একটা দল রয়েছে। যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাদের একদল খেলোয়াড় প্রস্তুত এবং চ্যাম্পিয়ন্স লিগেও আমরা দারুণ কিছু করতে সক্ষম।'
গত মৌসুমে প্রায় একক প্রাধান্য বিস্তার করে প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে লিভারপুল। চলতি মৌসুমেও শিরোপার দাবিদার দলটি। সেটা মানছেন তোরেসও। তবে তাদের বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে শিরোপা পুনরুদ্ধার করার প্রত্যয় ঝরে এ তরুণের কণ্ঠে, 'লিভারপুল শক্তিশালী একটি দল এবং গত বছর এটা তারা প্রমাণ করেছে। তবে পাশাপাশি আমি মনে করি প্রিমিয়ার লিগ ফের ঘরে আনার জন্য আমাদেরও একটি ভালো স্কোয়াড রয়েছে।'
পাশাপাশি ব্যক্তিগত লক্ষ্যের কথাও জানান তোরেস, 'আমার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে বলতে গেলে... আমি সর্বদা গোল করতে এবং আমার সতীর্থদের সহায়তা করতে চাই। তবে সর্বোপরি আমি খেলতে এবং স্কোয়াডে আমার জায়গা অর্জন করতে চাই।'
লরে সানে দল ছাড়ার পর ২১ মিলিয়ন পাউন্ড খরচ করে গত আগস্টে ভ্যালেন্সিয়া থেকে তোরেসকে কিনে আনে সিটি। ২০ বছর বয়সী এ তরুণকে অবশ্য ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস, বরুসিয়া ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেতিকো মাদ্রিদের মতো দলগুলো চেয়েছিল। কিন্তু তিনি বেছে নিয়েছেন পেপ গার্দিওলার দলকেই।
সিটিকে বেছে নেওয়ার কারণও ব্যাখ্যা করেন তোরেস, 'যখন আমি পেপের সঙ্গে কথা বলেছি সে আমাকে ম্যানচেস্টারে আসতে বলে জানায় আমার আসা দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। সে আমাকে কল্পনা করায় যে ক্লাবে আমার একটা ভালো জায়গা রয়েছে। সেই পয়েন্টে, সত্যি বলতে কি, আমি আসার ব্যাপারে একেবারে নিশ্চিত ছিলাম।'
Comments