হাটহাজারী মাদরাসা থেকে শফীর পদত্যাগ
হাটহাজারী মাদরাসা নামে পরিচিত আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী।
মাদরাসার সর্বোচ্চ নীতি-নির্ধারক শূরা কমিটির সদস্য সালাউদ্দিন নানুপুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাতে শূরা কমিটির মোট ১২ জনের মধ্যে পাঁচ সদস্য এবং জ্যেষ্ঠ শিক্ষকদের নিয়ে বৈঠক হয়েছে। মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করলেও শফী আমৃত্যু মাদসারার উপদেষ্টা হয়ে থাকবেন।’
শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাদরাসা বন্ধ রাখার কথা বললে এই সিদ্ধান্ত আসে। এর আগে হেফাজতে ইসলামের আমির আহমেদ শফীর ছেলে আনাস মাদানীকে মাদরাসা থেকে বহিষ্কারসহ বেশ কিছু দাবিতে বিক্ষোভ করছিল মাদরাসার শিক্ষার্থীরা। বিক্ষোভ ও মাদরাসা বন্ধ রাখার নোটিশে শূরা কমিটি বৈঠকে বসে। একইসঙ্গে আনাস মাদানীকে মাদরাসার কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
Comments