বিশ্বের ১০৯ স্মার্ট সিটির তালিকায় নেই ঢাকা

২০২০ সালের স্মার্ট সিটি সূচক অনুসারে বিশ্বের ১০৯ স্মার্ট সিটির তালিকায় নেই রাজধানী ঢাকা।
স্টার ফাইল ছবি

২০২০ সালের স্মার্ট সিটি সূচক অনুসারে বিশ্বের ১০৯ স্মার্ট সিটির তালিকায় নেই রাজধানী ঢাকা।

গতকাল এই তালিকা প্রকাশ করেছে ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভলপমেন্ট। তালিকা প্রস্তুতে সহযোগিতা করেছে সিঙ্গাপুর ইউনিভার্সিটি ফর টেকনোলজি অ্যান্ড ডিজাইন (এসইউটিডি)।

এই তালিকা তৈরিতে শহরের নাগরিকদের অর্থনৈতিক ও প্রযুক্তিগত তথ্যকে সূচক হিসেবে ব্যবহার করা হয়েছে।

২০২০ স্মার্ট সিটির শীর্ষে আছে সিঙ্গাপুর সিটি, হেলসিংকি এবং জুরিখ।

চলতি বছরের এপ্রিল ও মে মাসে ১০৯ শহরের নাগরিকদের ওপর একটি জরিপ চালানো হয়। জরিপে তাদের কাছে নিজের শহরের পাঁচটি বিষয়ের প্রযুক্তিগত সুবিধা নিয়ে প্রশ্ন করা হয়। এই পাঁচটি বিষয় হলো- স্বাস্থ্য ও সুরক্ষা, গতিশীলতা, কার্যক্রম, সুযোগ এবং সরকার ব্যবস্থা।

তাদের এই ধরনের সঙ্কটের সবচেয়ে ক্ষতিকারক প্রভাবগুলি আরও ভালভাবে প্রতিরোধ করতে সক্ষম হওয়া উচিত।"

এই তালিকায় বেঙ্গালুরু, মুম্বাই, নয়াদিল্লি, হায়দরাবাদ, হো চি মিন, ওসাকা, টোকিও, সাংহাই, বেইজিং এবং ব্যাংককসহ এশিয়ার কয়েকটি শহর স্থান পেয়েছে।

Comments

The Daily Star  | English

Keep up efforts to build a ‘dignified, unique’ Bangladesh

Yunus urges students; tells them to utilise the unique opportunity to build the nation

43m ago