শালকের জালে ৮ গোল দিল বায়ার্ন

কী অসাধারণ ছন্দেই না গত মৌসুমটা শেষ করেছিল বায়ার্ন মিউনিখ। একের পর এক প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়েছিল তারা। চ্যাম্পিয়ন্স লিগে অন্যতম শক্তিশালী দল বার্সেলোনাকেও আট গোলের মালা উপহার দিয়েছিল। চলতি মৌসুমেও সেই আগুন ছন্দ ধরে রেখেছে দলটি। বুন্ডেসলিগার চলতি আসরের অভিষেক ম্যাচে শালকে ০৮'কে উড়িয়ে শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ছবি: রয়টার্স

কী অসাধারণ ছন্দেই না গত মৌসুমটা শেষ করেছিল বায়ার্ন মিউনিখ। একের পর এক প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়েছিল তারা। চ্যাম্পিয়ন্স লিগে অন্যতম শক্তিশালী দল বার্সেলোনাকেও আট গোলের মালা উপহার দিয়েছিল। চলতি মৌসুমেও সেই আগুন ছন্দ ধরে রেখেছে দলটি। বুন্ডেসলিগার চলতি আসরের অভিষেক ম্যাচে শালকে ০৮'কে উড়িয়ে শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

শুক্রবার আলিয়াঞ্জ অ্যারেনায় আসরের উদ্বোধনী ম্যাচে শালকে ৮-০ গোলে হারিয়েছে বায়ার্ন। বুন্ডেসলিগার ইতিহাসে উদ্বোধনী ম্যাচে তো বটেই, প্রথম সপ্তাহে এতো বড় জয়ের রেকর্ড নেই আর কেউরই।

ম্যাচে এদিন অসাধারণ এক হ্যাটট্রিক করেছেন দারুণ ছন্দে থাকা সার্জ ন্যাব্রি। এছাড়া গোল পেয়েছেন লিয়ন গোরেটস্কা, থমাস মুলার, লেরয় সানে ও জামাল মুসিয়ালা। জশুয়া কিমিচ, নতুন সাইনিং সানে ও লেভানদোভস্কি দুটি করে এসিস্ট করেছেন।

সব প্রতিযোগিতা মিলে এ নিয়ে টানা ২২ ম্যাচ জিতল দলটি। আর ৩১ ম্যাচ ধরে অপরজিত। সবশেষ গত বছরের ৭ ডিসেম্বরে বরুশিয়া মনশেনগ্লাডবাখের মাঠে হেরেছিল গত মৌসুমের ট্রেবল জয়ীরা।

এদিন ম্যাচের ব্যবধান বড় হতে পারতো আরও। বেশ কিছু দারুণ সেভ করেছেন শালকে গোলরক্ষক লার্ফ ফাহরমান। বারপোস্টে লেগেও ফিরে এসেছে। যদিও শুরুতেই পিছিয়ে পড়তে পারতো বায়ার্ন। প্রথম মিনিটেই গন্সালো পেকেইন্সিয়ার শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়ার।

চতুর্থ মিনিটেই জোরালো এক শটে গোল করে দলকে এগিয়ে দেন ন্যাব্রি। ১৯তম ব্যবধান দ্বিগুণ করেন গোরেটস্কা। ৩১তম মিনিটে স্পট কিক থেকে গোল পান লেভানদোভস্কি। ডি-বক্সের মধ্যে তাকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৩-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষকে আরও চেপে ধরে বায়ার্ন। ১৪ মিনিটের মধ্যেই দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন ন্যাব্রি। এরপর তাদের সঙ্গে যোগ দেন মুলার, সানে ও ১৭ বছর বয়সী মুসিয়ালাও। ফলে ৮-০ গোলের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

Comments

The Daily Star  | English
Electricity price hike

40MW electricity import from Nepal gets govt nod

The government approved the purchase of 40 megawatts of electricity from Nepal using the power grid of India.

1h ago