হেফাজতের আমির আহমদ শফীর দাফন সম্পন্ন
হাটহাজারী মাদ্রাসার মাঠে হেফাজতে ইসলামের আমির আহমদ শফীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাকে মাদ্রাসার ক্যাম্পাসের পুরনো মসজিদের সামনে দাফন করা হয়েছে।
দুপুর দুইটা চার মিনিটে শুরু হওয়া জানাজায় নেতৃত্ব দেন আহমদ শফীর বড় ছেলে মাওলানা ইউসুফ। তিনি রাঙ্গুনিয়া উপজেলায় বাবার প্রতিষ্ঠা করা কওমি মাদ্রাসার পরিচালকের দায়িত্ব পালন করছেন।
জানাজা শেষে দুপুর আড়াইটার দিকে তাকে কবরস্থ করা হয়।
গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন আহমদ শফী।
তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার পাখিয়ারটিলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম এবং ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসায় শিক্ষালাভ করেন।
আরও পড়ুন:
Comments