যুক্তরাষ্ট্রের ৪ অঙ্গরাজ্যে আগাম ভোট গ্রহণ, জনমত জরিপে এগিয়ে বাইডেন

ভার্জিনিয়ার আলিংটনে হেঁটে ভোটকেন্দ্রে প্রবেশ করছেন এক ভোটার। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে চারটি অঙ্গরাজ্যে আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

রয়টার্স জানায়, স্থানীয় সময় শুক্রবার সকালে মিনেসোটার পাশাপাশি ভার্জিনিয়া, সাউথ ডাকোটা ও ওয়াইয়োমিং রাজ্যে ভোট গ্রহণ শুরু হয়।

জয়ী হওয়ার দৌঁড়ে জনমত জরিপে এখন পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন।

এ বছর করোনা মহামারির কারণে অনেক ভোটারই আগাম ভোট ও ডাকযোগে ভোট দেবেন বলে আশা করা হচ্ছে।

শুক্রবার মিনেসোটায় মুখোমুখি প্রচারণা চালিয়েছেন ট্রাম্প ও বাইডেন। ২০১৬ সালে ট্রাম্প তার তৎকালীন ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের কাছে রাজ্যটিতে ১.৫ শতাংশ পয়েন্টে হেরেছিলেন।

সম্প্রতি মিনিয়াপোলিসে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গের নির্মম হত্যাকে ঘিরে রাজ্যটিতে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়। যা পুরো দেশেই ছড়িয়ে পড়ে।

বিক্ষোভকারীদের প্রতি কঠোর অবস্থান নিয়েছিলেন ট্রাম্প। বিক্ষোভকারীদের ‘উগ্র বামপন্থী’ হিসেবে উল্লেখ করে শহরটিতে আইন ও শৃঙ্খলা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

ট্রাম্প বলেন, বাইডেন জয়ী হলে ‘উগ্র-বামপন্থি’রা আরও প্রশ্রয় পাবে।

এদিকে, জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডকে ঘিরে সৃষ্ট সহিংসতার তীব্র সমালোচনা করেন বাইডেন।

বর্ণবৈষম্য ও পুলিশি নৃশংসতার বিরুদ্ধে বিক্ষোভকারীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন তিনি।

শুক্রবার হাজারো সমর্থকের সামনে ট্রাম্প জানান, মিনেসোটায় তার অর্থনৈতিক রেকর্ডের কারণেই জয়ী হবেন তিনি।

বাইডেন শুক্রবারের নির্বাচনী প্রচারে করোনা মহামারিতে রাজ্যটির অর্থনৈতিক ধসের চিত্র তুলে ধরেন। এজন্য তিনি ট্রাম্পকে দায়ী করেন। জয়ী হলে যুক্তরাষ্ট্রের অবকাঠামো উন্নয়নে ২ লাখ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন।

এছাড়া, জলবায়ু পরিবর্তন নিয়েও কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

মিনেসোটার মিনেয়াপোলিসে ভোটকেন্দ্র খোলার ৩০ মিনিটের মধ্যে ৪৪ জন ভোট দিয়েছেন বলে জানা গেছে। কয়েকজন ভোটার জানিয়েছেন, ভিড় এড়াতে সকাল সকাল ভোট দিতে চান তারা।

মিনেসোটায় জনমত জরিপে এগিয়ে আছেন বাইডেন।

জরিপ বিষয়ক ওয়েবসাইট রিয়েল ক্লিয়ার পলিটিকস অনুসারে, শুক্রবার পর্যন্ত রাজ্যটিতে ট্রাম্পের চেয়ে গড়ে ১০ দশমিক ২ শতাংশ পয়েন্ট নিয়ে এগিয়ে আছেন তিনি।

ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স ও আরলিংটনের নির্বাচনী কর্মকর্তারা জানান, ভোটারদের উপস্থিতি ব্যাপক। ভোটকেন্দ্রের বাইরে লাইন ধরে দাঁড়িয়ে আছেন তারা।

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Muhammad Yunus yesterday instructed all relevant authorities to complete preparations by December for the upcoming national election.

41m ago