‘এমন ফলই প্রাপ্য’, বললেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ঘরের মাঠে ৩-১ গোলে উড়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ভক্তদের জন্য এমন ফল বড় ধাক্কা দিলেও খোদ ক্লাবের কোচ উলে গুনার সুলশার বলছেন, তাদের যা অবস্থা তাতে এমন ফলই তো প্রাপ্য!
শনিবার ওল্ড ট্রাফোর্ডে ক্রিস্টাল প্যালেসের কাছে ৩-১ গোলে বিধ্বস্ত হয় ইংলিশ লিগের জায়ান্ট ইউনাইটেড।
সাম্প্রতিক ফর্ম, ট্রান্সফার মার্কেটে পরিকল্পনাহীনতা নিয়ে মৌসুমের শুরুতেই বিপাকে রেড ডেভিলরা।
ম্যাচ শেষে স্কাই স্পোর্টসের সঙ্গে কথা বলতে গিয়ে কোন অজুহাতের দিকে গেলেন না সুলশার, ‘এই ম্যাচ থেকে কিছু পাওয়ার মতো যোগ্য ছিলাম না আমরা। আমরা খুব মন্থর ও বাজে শুরু করেছি।’
নতুন মৌসুম শুরুর আগে নিজেদের প্রস্তুতির ঘাটতিও রাখঢাক না রেখেও বলেছেন নরওজিয়ান কোচ, ‘দুই দলের মধ্যে প্রস্তুতির তফাৎও দৃশ্যমান। তারা চারটা প্রীতি ম্যাচ খেলে প্রস্তুতি নিয়েছে। মৌসুমে তাদের এটি তৃতীয় ম্যাচ। আমরা কেবল প্রথম ম্যাচ খেললাম। গত সপ্তাহে আমাদের একটা প্রীতি ম্যাচ ছিল। কিন্তু এই ম্যাচ দেখালো আমরা এই জায়গায় অনেক পিছিয়ে।’
ফিটনেসের দিকেও ইঙ্গিত করে প্রতিপক্ষের চেয়ে নিজেদের বেহাল দশার কথা আড়াল করেননি ইউনাইটেড কোচ, ‘আমরা শারীরিক সামর্থ্যের তফাৎও আঁচ করেছি। তারা আমাদের থেকে নিখুঁত ছিল, শক্তিশালী আর গতিময় ছিল।’
তবে ম্যাচে একটি পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে হতাশা লুকাননি তিনি, ‘এটা খুবই কঠোর সিদ্ধান্ত ছিল। পেনাল্টি সিদ্ধান্তটা খুবই কঠোর। তারপর ডেভিডের ওই গোল বাঁচিয়ে দেওয়াটাও আমাদের বিপক্ষে গেল। কিন্তু নিয়ম তো নিয়মই যা নিয়ে কথা বলা যায় না।’
দিনের অন্য ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল।
Comments