ময়মনসিংহে ইমামকে কুপিয়ে ও গলা কেটে হত্যা

ময়মনসিংহের পাগলা থানার বেলদিয়া সাধুয়া পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মো. আজিম উদ্দিনকে (৫৫) কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার দুপুরে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গতকাল রাতে এশার নামাজের ইমামতি শেষে বাড়ি ফেরার পথে সাধুয়া মার্কেটের সামনে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। তিনি বেলদিয়া গ্রামের মৃত শেখ মজরত আলীর ছেলে। গত ২০ বছর ধরে তিনি সাধুয়া পশ্চিমপাড়া জামে মসজিদে ইমামতি করে আসছিলেন।’
‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। আজিম উদ্দিনের স্ত্রী বিলকিস আক্তার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আজিম উদ্দিনের ফুপাতো ভাই মো. তাইজ উদ্দিনকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে’— বলেন শাহিনুজ্জামান খান।
Comments