নাগরপুরে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর উদ্বোধন

মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস তুলে ধরতে টাঙ্গাইলের নাগরপুরে যাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। নাগরপুর উপজেলা কমপ্লেক্স সংলগ্ন ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর’ আজ উদ্বোধন করা হয়েছে।

মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস তুলে ধরতে টাঙ্গাইলের নাগরপুরে যাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। নাগরপুর উপজেলা কমপ্লেক্স সংলগ্ন ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর’ আজ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং স্থানীয় মুক্তিযোদ্ধাদের সহায়তায় স্থাপিত এই যাদুঘরের আটটি গ্যালারিতে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলীর স্থিরচিত্র প্রদর্শিত হচ্ছে। টাঙ্গাইল-৬ (নাগরপুর, দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু জাদুঘরটি উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে যাদুঘর সংলগ্ন মাঠে আয়োজিত আলোচনা সভায় সংসদ সদস্য টিটু বলেন, একটি গোষ্ঠী দেশে ৭৫ পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে ফেলেছিল। সেই গোষ্ঠী ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে নিশ্চিহ্ন করে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত ছিল। কিন্তু এখন সময় পাল্টেছে। এখন নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এবং মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ভূমিকা তুলে ধরতে বর্তমান সরকারের পাশাপাশি প্রবীণ মুক্তিযোদ্ধারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফায়েজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নাগরপুরের সহকারী কমিশনার (ভূমি) তারিন মাসরুর, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, নাগরপুর থানার ওসি আলম চাঁদ, মুক্তিযোদ্ধা সুজায়েত হোসেন, রিয়াজ উদ্দিন তালুকদার, ফজলুল হক, দাউদুল ইসলাম দাউদ, শম্ভুনাথ সাহা এবং স্থানীয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপদেষ্টা খন্দকার আছাব মাহমুদ।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago