দলীয় অনুশীলনে ফিরে ‘উৎফুল্ল’ মাহমুদউল্লাহরা

ছবি: বিসিবি

সেন্ট্রাল ডিফেন্ডার বনে প্রতিপক্ষের আক্রমণ প্রতিরোধে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্লে মেকার মুশফিকুর রহিম বল নিয়ে হানা দিলেন মাহমুদউল্লাহর এই প্রতিরোধ ব্যূহেই। ব্যাট-বলের অনুশীলন শুরুর আগে বাংলাদেশের ক্রিকেটারদের দল বেধে এমন ফুটবল খেলা নিয়মিত দৃশ্য। করোনাভাইরাসের থাবায় সেই চেনা দৃশ্যের দেখা মিলল প্রায় ৬ মাস পর।

রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম ‘বায়ো-সিকিউর’ বলয় তৈরি করে শুরু হয়েছে ক্রিকেটারদের দলীয় অনুশীলন। করোনার স্থবিরতা পার করে মাস দেড়েক আগে ব্যক্তিগত অনুশীলন শুরু হলেও ক্রিকেটারদের একসঙ্গে জড়ো হওয়া মার্চে জিম্বাবুয়ে সিরিজের পর।

ফিটনেস ও স্কিল অনুশীলন শেষ করে ভিডিও বার্তায় মাহমুদউল্লাহ রিয়াদ জানান, অপেক্ষার ফুরানোর স্বস্তি সবার চোখেমুখে,  ‘অনেকদিন পর সবাই মিলে মিরপুরে অনুশীলন করলাম। খুব ভালো লাগছে। এতদিন তো ব্যক্তিগতভাবে ফিটনেস আর স্কিলের কাজ করেছি। এবার গ্রুপের সঙ্গেও শুরু হলো। এটা খুব ভালো ব্যাপার। ’

‘যেহেতু আমরা ব্যক্তিগত সেশনগুলো শুরু করেছি ৪-৫ সপ্তাহ হলো। সেখানে অনেকগুলো কাজ ছিল। ব্যাটিং কোচের সঙ্গে কথা বলে বোলিং মেশিনে কাজ করেছি। এখন টিমমেটদের সঙ্গে কাজ করা হচ্ছে। সতীর্থরাও বেশ উৎফুল্ল, আমিও উৎফুল্ল। কারণ দিনশেষে এটা দলীয় খেলা। সবার সঙ্গে মিলে যদি কাজ করা যায় তাহলে সেটা খুব কার্যকর হয়।’

স্থবির এই সময়টাতে ফিটনেসের দারুণ উন্নতি করেছেন মাহমুদউল্লাহ। লাল বলের চুক্তিতে না থাকা এই ব্যাটসম্যান ফিটনেসের সঙ্গে এবার স্কিলের সমন্বয় করে মূল টেস্ট স্কোয়াডে ফিরতে চান,  ‘একটা জিনিসে বেশ উপকার হয়েছে আমার। ফিটনেসে বেশ উন্নতি করেছি। ফিজিও আর ট্রেনারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ছিল। এখন স্কিলের কাজ করছি। ফিটনেস এবং স্কিল দুইটা মিলিয়েই ভাল পারফর্ম করতে হবে।’

Comments

The Daily Star  | English

US and China reach deal to slash tariffs

The two sides had reached a deal for a 90-day pause on measures and that reciprocal tariffs would come down by 115%.

31m ago