ইউএনও ওয়াহিদার ওপর হামলা: আদালতে রবিউলের জবানবন্দি
ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রবিউল ইসলাম। দ্বিতীয় দফা তিন দিনের রিমান্ড শেষে এই জবানবন্দি দেন তিনি।
আজ রোববার ডিবির ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
সকাল ১০ টায় কড়া পুলিশ প্রহরায় আসামি রবিউল ইসলামকে আদালতে হাজির করা হয়। এজন্য আগে থেকেই আদালত প্রাঙ্গনে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ইমাম জাফর জানান, আসামি রবিউলকে দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনের আদালতে হাজির করা হয়। আদালতে রবিউল ইউএনওর উপর হামলা ঘটনায় দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনা রবিউল একাই ঘটিয়েছে বলে স্বীকার করেছে।
গত বৃহস্পতিবার ছয় দিনের রিমান্ড শেষে রবিউলকে আদালতে হাজির করে আবার ৩ দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ।
উল্লেখ্য, ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনায় মোট ৫ জনকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে রবিউল ইসলাম ছাড়া বাকি চার জন জেলহাজতে আছেন।
আরও পড়ুন:
ইউএনও ওয়াহিদার ওপর হামলা: রিমান্ড শেষে আদালতে আসামি রবিউল
ইউএনও ওয়াহিদা হয়তো হামলার ঘটনা মনে করতে পারছেন: ডা. বদরুল হক
‘ইউএনও ওয়াহিদার শরীরের ডান অংশ প্যারালাইজড হয়ে গেছে’
ঘোড়াঘাটের সেই ইউএনও ওয়াহিদাকে জনপ্রশাসনে বদলি
দিনাজপুরে ছয় বছরে ২ ইউএনও’র ওপর হামলা
Comments