এমবাপে-দি মারিয়ার নৈপুণ্যে পিএসজির জয়
ফরাসি লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন তারা। কিন্তু নতুন মৌসুমের শুরুতে প্রথম দুই ম্যাচে টানা হার। তৃতীয় ম্যাচে এসে শেষ মুহূর্তের গোলে কোনো মতে জয়। তবে অবশেষে স্বাভাবিক ছন্দে ফিরেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। কিলিয়ান এমবাপে ও আনহেল দি মারিয়ার দারুণ নৈপুণ্যে নিসকে হারিয়েছে টমাস টুখেলের দল।
নিসের মাঠে রোববার ৩-০ গোলের জয় পেয়েছে পিএসজি। করোনাভাইরাস জয় করে ফের ম্যাচে দলের প্রথম গোলটি করেন এমবাপে। একটি গোলে সহায়তাও করেছেন তিনি। তার মতো একটি গোল ও একটি এসিস্ট করেছেন দি মারিয়াও। অপর গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা মার্কিনিয়োস।
এদিন ম্যাচের ৩৮তম মিনিটে এগিয়ে যায় ফরাসি চ্যাম্পিয়নরা। সফল স্পটকিক থেকে দলকে এগিয়ে দেন এমবাপে। ডি-বক্সের মধ্যে এমবাপেকে প্রতিপক্ষ ডিফেন্ডার কেফরান থুরাম পেছন থেকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
চার মিনিট পরই ব্যবধান দ্বিগুণ হতে পারতো। আন্দের হেরেরার শট বারপোস্টে লেগে ফিরে আসে। তবে প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দি মারিয়া। বাঁ প্রান্ত থেকে নেওয়া এমবাপের শট ঠিকভাবে গোলরক্ষক ফেরাতে না পারলে ফাঁকায় বল পেয়ে যান দি মারিয়া। আলতো টোকায় বল জালে জড়াতে কোনো ভুল করেননি এ আর্জেন্টাইন।
৬৫তম মিনিটে ব্যবধান আরও বাড়ান ডিফেন্ডার মার্কিনিয়োস। ডান প্রান্ত থেকে দি মারিয়ার নেওয়ার ফ্রি-কিক থেকে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন এ ব্রাজিলিয়ান।
তবে গোল করার বেশ কয়েকটি দারুণ সুযোগ তৈরি করেছিল নিসও। কিন্তু পিএসজি গোলরক্ষক কেইলর নাভাসের অসাধারণ কিছু সেভে বিপদ হয়নি তাদের। বড় জয়েই মাঠ ছাড়ে তারা।
এ জয়ে চার ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার সাত নম্বরে উঠে এসেছে পিএসজি। সমান ম্যাচে নিসের পয়েন্টও ৬। তবে গোল ব্যবধানে দশম স্থানে আছে তারা।
Comments