শীর্ষ খবর

বিদেশি উপহার নেওয়ার আগে পরামর্শের সুপারিশ সংসদীয় কমিটির

আন্তর্জাতিক রীতি-নীতি অনুযায়ী কোনো মন্ত্রণালয়ের বিদেশি প্রতিষ্ঠান বা দেশ থেকে উপহার, সম্মাননা ও সাহায্য গ্রহণের পূর্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শের সুপারিশ করেছে জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

আন্তর্জাতিক রীতি-নীতি অনুযায়ী কোনো মন্ত্রণালয়ের বিদেশি প্রতিষ্ঠান বা দেশ থেকে উপহার, সম্মাননা ও সাহায্য গ্রহণের পূর্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শের সুপারিশ করেছে জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

আজ রোববার আজ জাতীয় সংসদ ভবনে সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৫তম বৈঠকে ওই সুপারিশ করা হয়।

বৈঠকে জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে যথেষ্ট অগ্রগতি হয়েছে। শিগগির খুনিদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। বন্ধুপ্রতিম যেসব দেশ কোভিড-১৯ এর ভ্যাকসিন আবিষ্কার করেছে ও সফলভাবে পরীক্ষা চালিয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ভ্যাকসিন বাজারে আসার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ পাবে বলে সংশ্লিষ্ট দেশসমূহ আশ্বস্ত করেছে।

আজকের বৈঠকে বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশ ও নিকট প্রতিবেশী দেশসমূহের বর্তমান সম্পর্কের চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করার উদ্যোগ গ্রহণ এবং সম্পর্ক উন্নয়নের প্রক্রিয়া জোরদার করণে করণীয় নিয়ে আলোচনা হয়।

কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- কমিটির সদস্য ও মন্ত্রী এ.কে. আব্দুল মোমেন, প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দ. প্রিন্স, মোঃ হাবিবে মিল্লাত, নাহিম রাজ্জাক, কাজী নাবিল আহমেদ এবং নিজাম উদ্দিন জলিল (জন)। এ ছাড়াও, পররাষ্ট্র মন্ত্রণালয়েরর সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

National polls: EC orders withdrawal of two police commissioners

The Election Commission (EC) has ordered to withdraw commissioners of two metropolitan units of police, one deputy commissioner, and five superintendents of police.

1h ago