‘প্রযুক্তি কাজে না লাগালে রাখার দরকার কী’, প্রীতি জিনতার ক্ষোভ
আইপিএলের দ্বিতীয় ম্যাচেই দেখা গেল নাটকীয়তা। অনায়াসে জেতার পরিস্থিতি থেকে ম্যাচ টাই করল কিংস ইলিভেন পাঞ্জাব। পরে সুপার ওভারে দেখল হার। অথচ আম্পায়ার দৃষ্টিকটু ভুলে পাঞ্জাবের এক রান না কাটলে ম্যাচ টাই হতোই না। স্বাভাবিক কারণেই এমন হারের পর ক্ষোভ ঝেড়েছেন দলটির অন্যতম সত্বাধীকারি ও বলিউড তারকা প্রীতি জিনতা।
রোববার দুবাইতে দিল্লি ক্যাপিটালের ১৫৭ রান তাড়ায় গিয়ে শুরুর বিপর্যয়ের পরও মায়াঙ্ক আগারওয়ালের ব্যাটে জেতার পথে ছিল পাঞ্জাব। শেষ তিন বলে কেবল ১ রান দরকার ছিল তাদের। কিন্তু নাটকীয় ওই ৩ বলে দুজনের ক্যাচ দিয়ে বিদায় আর এক ডটে ম্যাচ হয়ে যাই টাই।
তার আগের ওভারেই আম্পায়ারের দৃষ্টিকটু ভুলের শিকার হয় পাঞ্জাব। কাগিসো রাবাদার ইয়র্কার লেন্থের বলে অন সাইডে ফেলে দুই রান নিয়েছিলেন মায়াঙ্ক। কিন্তু দ্বিতীয় রান নেওয়ার সময় লেগ আম্পায়ার নিতিন মেনন ইশারা করেন ক্রিস জর্ডান ক্রিজ পার হননি। অর্থাৎ এক রান শর্ট। কিন্তু রিপ্লেতে পরিষ্কার দেখা যায়, জর্ডান ঠিকই ক্রিজ পার করেছিলেন ব্যাট।
নাটকীয় হারের ধাক্কায় বড় হয়ে ধরা দেয় ওই ভুল। আম্পায়ারের নিতিনের ওই সিদ্ধান্তের কড়া সমালোচনা টুইটারে পোস্ট দেন সাবেক ক্রিকেটার বীরেন্দ্রর শেবাগ। তিনি ব্যাঙ্গ করে এই ম্যাচে সেরা বলেছেন আম্পায়ারকেই, ‘ম্যান অব দ্য ম্যাচ যাকে দেওয়া হয়েছে, এই সিদ্ধান্তে আমি একমত না। এক রান কম দেওয়া আম্পায়ারকেই ম্যান অব দ্য ম্যাচ করা উচিত ছিল। ওই এক রানই তো তফাৎ করে দিল।’
শেবাগের এই টুইট শেয়ার করে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে নতুন নিয়মের দাবি তুলেন প্রীতি, ‘অতিমারির মাঝে প্রচন্ড রোমাঞ্চ নিয়ে আমি এখানে এসেছি। ৬ দিন কোয়ারেন্টিনে থেকেছি। কিন্তু এই ১ রান কেটে নেওয়া আমাকে খুবই ধাক্কা দিয়েছে। প্রযুক্তি রাখার দরকার কী, যদি তা কাজে না লাগানো হয়। বিসিসিআইর সময় এসেছে নতুন নিয়ম করার। প্রতি মৌসুমে এমন চলতে পারে না।’
ধারাভাষ্যবক্সে স্কট স্টাইরিস, সুনিল গাভাস্কারকেও আম্পায়ারের সমালোচনা করতে দেখা যায়। টিভি আম্পায়ারকে মাঠের আম্পায়ারের ওই বড় ভুল শোধরে দেওয়ার উদ্যোগ নেওয়া উচিত ছিল বলেও মত আসে তাদের কাছ থেকে।
Comments