বঙ্গবন্ধুকে নিয়ে ৭ ফুট দৈর্ঘ্য ৩ ফুট প্রস্থের কবিতার বই

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ৭ ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট প্রস্থের একটি কবিতার বই তৈরি করেছেন হবিগঞ্জের বানিয়াচংয়ের এক তরুণ। বইটিতে রয়েছে ১০০টি কবিতা।
বঙ্গবন্ধু জন্মশতবর্ষ উপলক্ষে ৭ ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট প্রস্থের কবিতার বই তৈরি করেছেন হবিগঞ্জের হিমাদ্রী দাশ রুবেল। ছবি: স্টার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ৭ ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট প্রস্থের একটি কবিতার বই তৈরি করেছেন হবিগঞ্জের বানিয়াচংয়ের এক তরুণ। বইটিতে রয়েছে ১০০টি কবিতা।

বঙ্গবন্ধুর প্রতি গভীর ভালোবাসা থেকে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের সুনারু গ্রামের হিমাদ্রী দাশ রুবেল নেন এই উদ্যোগ।

রুবেল বলেন, ‘ছোটবেলা থেকেই বাবার কাছে বঙ্গবন্ধুর কথা শুনতাম। যে মানুষটা আমাদের একটি পতাকা, একটি দেশ উপহার দিয়েছেন, তার জন্য কিছু করতে চেয়েছিলাম। কিন্তু আর্থিক অসঙ্গতির কারণে কিছুই করা সম্ভব হয়নি। তাই তার স্মরণে এই বইটি তৈরি করেছি।’

বইটিতে বঙ্গবন্ধু ও তার কর্মজীবনের সঙ্গে রাখা হয়েছে বিশেষ মিল। রুবেল জানান, বইটি করা হয়েছে ৭ ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট প্রস্থ। অর্থাৎ ১৫ থেকে আগস্ট মাস (৮ মাস) বাদ দিয়ে বইয়ের দৈর্ঘ্য করা হয়েছে ৭ ফুট। জানুয়ারি থেকে মার্চ মাসের হিসেবে প্রস্থ করা হয় ৩ ফুট। জীবদ্দশার বঙ্গবন্ধু বেঁচে ছিলেন ৫৫ বছর। সে অনুযায়ী বইয়ে ৫৫টি পৃষ্ঠা করা হয়। ১৭ মার্চ জন্মদিনের তারিখ অনুযায়ী বইয়ের ওজন করা হয়েছে ১৭ কেজি। শতবর্ষ স্মরণে বইটিতে কবিতার সংখ্যা ১০০টি।

রুবেলের মা বিভা রাণী দাশ বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে বই তৈরির কাজ যখন শুরু করে তখন আমরা বলতাম কী পাগলামি করে সারাদিন। কাগজ আর রং তুলি দিয়ে সারাদিন বসে আছে।’

তিনি বলেন, ‘বিভিন্ন সময় রং-কাগজ আনতে টাকা থাকতো না। পরে বিভিন্ন জায়গা থেকে ধার-দেনা করে বইটি তৈরি করেছে রুবেল।’

রুবেল বলেন, ‘আমার স্বপ্ন এই বইটি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পৌঁছানোর।’

হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ খান বলেন- ‘দারিদ্রতার মাঝেও বঙ্গবন্ধুর প্রতি এমন ভালোবাসা দেখে আমি মুগ্ধ। এই ছেলেটি দরিদ্র হওয়ার পরও যা করেছে তা প্রশংসনীয়।’

Comments

The Daily Star  | English
Onion price  Tk204 per kg | Onion prices surge in Dhaka after India’s export ban extension

Onion prices surge in Dhaka after India’s export ban extension

Retailers were selling the homegrown variety of onion at Tk 204 a kg at Karwan Bazar today, compared with Tk 130 on Thursday

1h ago