ভিপি নুরসহ ৭ জন গ্রেপ্তার

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূরসহ সাত জনকে রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার রাত পৌনে ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া ও জনসংযোগ) ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নুরের নামে একটি ধর্ষণ মামলা হয়েছে। মৎস্য ভবন এলাকা থেকে নূরসহ মোট সাত জনকে বিক্ষোভরত অবস্থায় গ্রেপ্তার করা হয়।’

রমনা ডিভিশন পুলিশের ডেপুটি কমিশনার সাজ্জাদুর রহমান বলেন, ‘পুলিশের কাজে বাধা দেওয়ায় নুরসহ বাকিদের আটক করা হয়েছে।’

এর আগে, রাজধানীর লালাবাগ থানায় নুরুল হক নূরসহ ছয় জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। 

মামলার বিষয়টি লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন নিশ্চিত করলেও এ সংক্রান্ত বিস্তারিত কোনো তথ্য জানাননি।

উল্লেখ্য, নুর সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ২৮ বছর বাদে ২০১৯ সালে ডাকসু নির্বাচনে তিনি ভিপি নির্বাচিত হন।

আরও পড়ুন: 

Comments

The Daily Star  | English

Israel-Iran conflict: what we know

International calls for restraint are multiplying, as fears grow the Middle East could be on the threshold of a broader conflict.

43m ago