১ অক্টোবর থেকে সৌদি আরবে বিমানের বাণিজ্যিক ফ্লাইট

biman bangladesh
ছবি: সংগৃহীত

আগামী ১ অক্টোবর থেকে সৌদি আরবের বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সংস্থাটি আরও জানায়, ল্যান্ডিং পারমিশন পাওয়ার পরে ফ্লাইট ঘোষণা এবং যাত্রীদের অবহিত করা হবে। ফ্লাইট ঘোষণার আগে কাউন্টারে ভিড় না করতে অনুরোধ জানিয়েছে বিমান।

বিমান বাংলাদেশ আরও জানায়, যেসব যাত্রীর কাছে সৌদি আরব যাওয়ার টিকিট রয়েছে কেবল তাদের আসন বরাদ্দ করা হবে। আপাতত নতুন টিকিট বিক্রি করা হবে না। আসন বরাদ্দের বিস্তারিত তথ্য আগামীকাল বিমানের ওয়েব সাইটে পাওয়া যাবে।

Comments

The Daily Star  | English

Army vows legal action against personnel involved in enforced disappearances

The army's remark comes in the wake of a recent report by the United Nations Working Group on enforced or involuntary disappearances

15m ago