নিজের অমন ব্যাটিংয়ে নিজেই বিস্মিত ভিলিয়ার্স
এবিডি ভিলিয়ার্স ৩০ বলে ৫১ রানের ইনিংস খেলবেন, এ আর এমন কী বড় ঘটনা? এ তো হরহামেশা হওয়ার মতো স্বাভাবিক ব্যাপার। কিন্তু আইপিএলে এবার তাদের প্রথম ম্যাচে এই ইনিংসে নিজের কাছে বিস্ময় জমা হয়েছে তার। কারণটা নিজেই ব্যাখ্যা করেছেন তিনি।
সোমবার ভিলিয়ার্সের ঝড়ো ব্যাটিং আর দেবদূত প্যাডিকালের ফিফটিতে ১৬৩ রান করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রান তাড়ায় যুজভেন্দ্র চাহালের লেগ স্পিনে কাবু হয়ে সানরাইজার্স হায়দরাবাদ থেমেছে ১০ রান আগে।
চার নম্বরে নেমে দ্বাদশ ওভারে ক্রিজে গিয়ে দলের রান জুতসই অবস্থায় নেওয়ার কারিগর ভিলিয়ার্স। করোনাভাইরাসের কারণে মাস ছয়েক পরে ক্রিকেটে ফিরেছেন বেশিরভাগ ক্রিকেটারই। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ভিলিয়ার্স সর্বশেষ খেলেছেন সেই জানুয়ারি মাসে।
ম্যাচ শেষে এক প্রশ্নের জবাবে বিস্ময়ের কারণ ব্যাখ্যা করতে বয়স আর বিরতির দিকে ইঙ্গিত বিস্ফোরক এই ব্যাটসম্যানের, ‘সত্যি কথা বলতে আমার জন্য এটা বড় বিস্ময়, নিজের কাছেই চমক লেগেছে। চিন্তা করুন, ৩৬ পেরুনো একজন, যে কীনা লম্বা সময় খেলায় ছিল না। এতসব তরুণের মধ্যে খেলতে এসে এমন খেলা, আসলেই খুবই তৃপ্তি দিয়েছে। অনুভব করছি সব ঠিক আছে, এটা স্বস্তি দিচ্ছে।’
Comments