শীর্ষ খবর

ফেরি সংকটে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ভোগান্তি চরমে

ফেরি সংকট হওয়ায় পাটুরিয়া ঘাটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। আরও বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে পণ্যবাহী ট্রাকচালকদের। কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯টি ফেরির মধ্যে সাতটি মেরামতে রয়েছে। যে কারণে যানবাহন পারাপারে হিমশিম খেতে হচ্ছে। অগ্রাধিকারভিত্তিতে যাত্রী ও জরুরি পণ্যবাহী গাড়ি পার করায় মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ও রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে আটকা পড়ছে শত শত পণ্যবাহী ট্রাক।
Paturia_Daulatdia_22Sep20.jpg
ফেরি সংকট হওয়ায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। আরও বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে পণ্যবাহী ট্রাকচালকদের। ছবি: স্টার

ফেরি সংকট হওয়ায় পাটুরিয়া ঘাটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। আরও বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে পণ্যবাহী ট্রাকচালকদের। কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯টি ফেরির মধ্যে সাতটি মেরামতে রয়েছে। যে কারণে যানবাহন পারাপারে হিমশিম খেতে হচ্ছে। অগ্রাধিকারভিত্তিতে যাত্রী ও জরুরি পণ্যবাহী গাড়ি পার করায় মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ও রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে আটকা পড়ছে শত শত পণ্যবাহী ট্রাক।

আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত পাটুরিয়া ঘাটের দুটি ট্রাক টার্মিনালে তিন শতাধিক এবং ঘাট থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে উথলী-পাটুরিয়া সংযোগস্থলে মহাসড়কে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে থাকতে দেখা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, রাজবাড়ির দৌলতদিয়া ঘাটেও পারের অপেক্ষায় রয়েছে ছয় শতাধিক পণ‍্যবাহী ট্রাক। সকালে জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের তিন কিলোমিটার এবং ঘাট এলাকা থেকে ১৩ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ে আরও তিন কিলোমিটার মহাসড়কজুড়ে পণ্যবাহী ট্রাক ফেরি পারের অপেক্ষায় ছিল।

দৌলতদিয়া প্রান্তে আটকে পড়া ট্রাকচালক জয়নাল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমি যশোর থেকে গতকাল (সোমবার) বিকালে গোয়ালন্দ মোড়ে এসেছি। এখনো অপেক্ষায় আছি। কবে ফেরিতে উঠতে পারবো তা বলতে পারছি না।’

সাতক্ষীরা থেকে এসেছেন ট্রাকচালক সাদ্দাম হোসেন। তিনি বলেন, ‘গতকাল থেকে ফেরি পারের অপেক্ষায় রয়েছি। ঘাট এখনো ১৩ কিলোমিটার দূরে।’

পাটুরিয়া ঘাটে আটকে পড়া যশোরগামী ট্রাকচালক মো. সেলিম বলেন, ‘উথলী মোড়ে এক দিন আটকে থাকার পর গতকাল সোমবার দুপুরে পাটুরিয়া ট্রাক টার্মিনালে এসেছি। দুপুর হয়ে গেছে এখনো ফেরির টিকিট পাইনি। কখন পাবো তাও বলতে পারছি না।’

মাগুরাগামী ট্রাকচালক সজিব হোসেন জানিয়েছেন, তিনি দুই দিন ধরে ঘাটে আটকে আছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আব্দুস সাত্তার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট-বড় মিলে ১৯টি ফেরি রয়েছে। এর মধ্যে দুটি বড় আকারের ফেরি— বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও বীর শ্রেষ্ঠ রুহুল আমিন এবং ছোট আকারের ফেরি রজনীগন্ধা মেরামতের জন্য নারায়ণগঞ্জের ডকইয়ার্ডে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘ইঞ্জিনের ত্রুটি দেখা দেওয়ায় ১৯ সেপ্টেম্বর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফেরি মেরামতে পাঠানো হয়েছে। ডকিং মেরামতের জন্য ২০ সেপ্টেম্বর রজনীগন্ধা এবং প্রপেলারের অংশবিশেষ ভেঙে যাওয়ায় ২১ সেপ্টেম্বর বীর শ্রেষ্ঠ রুহুল আমিন মেরামতে পাঠানো হয়েছে। এ ছাড়া, আরও চারটি ফেরি বিকল হওয়ায় পাটুরিয়া ঘাটের কাছে ভাসমান কারখানায় মেরামত করা হচ্ছে। বর্তমানে ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে নাব্যতা সংকট থাকায় সীমিতভাবে ফেরি চলাচল করছে। ওই পথের অধিকাংশ যানবাহন পাটুরিয়া ঘাটে আসছে। যে কারণে পাটুরিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে গেছে।’

Comments

The Daily Star  | English
Bangladesh Public Administration Ministry's Logo

2 deputy commissioners among 3 transferred ahead of polls

The Ministry of Public Administration today announced transfers of at least three government officials, including two deputy commissioners, ahead of the upcoming national parliamentary election

17m ago