করোনাভাইরাস বিরতির পর পাকিস্তানে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট
করোনাভাইরাসের ফলে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা হয়েছে যে গুটিকয়েক দেশের, তাদের মধ্যে পাকিস্তান অন্যতম। কয়েক দিন আগে ইংল্যান্ডের মাটিতে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছে তারা। ভিনদেশে জৈব-সুরক্ষা বলয়ে দর্শকবিহীন মাঠে খেলার পর খুব শিগগিরই নিজেদের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যাচ্ছে দলটি।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সীমিত ওভারের সিরিজ খেলতে আগামী অক্টোবর-নভেম্বরে পাকিস্তান সফর করবে জিম্বাবুয়ে। বুধবার আফ্রিকার দেশটির ক্রিকেট বোর্ডের (জেডসি) কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে পাকিস্তান ভ্রমণের জন্য জিম্বাবুয়ে সরকারের অনুমতির প্রয়োজন ছিল তাদের। ইতোমধ্যে তা পেয়ে গেছেন তারা।
সূচি অনুসারে, আগামী ৩০ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে তিনটি ওয়ানডে এবং ৭ থেকে ১০ নভেম্বরের মধ্যে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দল দুটি। ওয়ানডে সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অভিষেক আসরের অন্তর্ভুক্ত।
শুরুতে দুটি সিরিজই লাহোরে আয়োজন করার পরিকল্পনা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে দেশটির গণমাধ্যম জানিয়েছে, ওয়ানডে ম্যাচগুলো মুলতান আর টি-টোয়েন্টি ম্যাচগুলো রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হতে পারে।
সফরকে সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে জিম্বাবুয়ে। ২৫ জন ক্রিকেটারকে নিয়ে গতকাল মঙ্গলবার থেকে হারারেতে আরম্ভ হয়েছে অনুশীলন ক্যাম্প।
Comments