খিলগাঁওয়ে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী আহত
রাজধানীর খিলগাঁও নাগদারপার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মমিন আলী নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত মমিন আলীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মমিন আলীর (৪৯) ডান পায়ে একটি গুলি লেগেছে। হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
মমিন জানান, তিনি সবুজবাগ মাদারটেক এলাকার বাসিন্দা। খিলগাঁও নাগদারপাড় এলাকায় তার একটি বাড়ি, মাছের খামার ও দুটি দোকান আছে। আজ সন্ধ্যার দিকে মাছের খামার দেখতে গেলে এক মোটর সাইকেলে দুজন যুবক তার দোকান ভাড়া নেওয়ার ইচ্ছা প্রকাশ করে। তাদেরকে দোকান দেখাতে নিয়ে গেলে, হঠাৎ করে তারা গুলি করে। তিনি চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
তিনি বলেন, 'কারা কী কারণে আমাকে গুলি করেছে তা জানতে পারিনি। এলাকায় কখনো কেউ চাঁদাও দাবি করেনি।'
Comments