ডাক বিভাগের মহাপরিচালককে অপসারণের সুপারিশ সংসদীয় স্থায়ী কমিটির

দুর্নীতি ও অনিয়মে সংশ্লিষ্টতার অভিযোগে ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রকে অপসারণের সুপারিশ করেছে ডাক ও টেলিযোগাযোগ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
সুধাংশু শেখর ভদ্র। ছবি: ডাক অধিদপ্তরের ওয়েবসাইট থেকে নেওয়া

দুর্নীতি ও অনিয়মে সংশ্লিষ্টতার অভিযোগে ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রকে অপসারণের সুপারিশ করেছে ডাক ও টেলিযোগাযোগ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এক সভায় স্থায়ী কমিটি এ সুপারিশ করে।

আওয়ামী লীগের সংসদ সদস্য ও এ কমিটির চেয়ারম্যান বেনজির আহমেদ টেলিফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, 'ডাক মহাপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অনেক অভিযোগ আছে।'

তিনি বলেন, 'আজকের সভায় স্থায়ী কমিটির সব সদস্য দুর্নীতির সঙ্গে তার জড়িত থাকার বিষয়ে আলোচনা করেছেন এবং তাকে পদ থেকে অপসারণের পক্ষে মত দিয়েছেন। পরে, কমিটি সর্বসম্মতিক্রমে তাকে অপসারণের পক্ষে সুপারিশ করে।'

এ ছাড়াও, কমিটির সবাই একমত হয়েছেন যে, কোভিড-১৯ আক্রান্ত হওয়া সত্ত্বেও গত ১৪ আগস্ট গণভবনের অনুষ্ঠানে তার যাওয়া ঠিক হয়নি, যোগ করেন তিনি।

বেনজির বলেন, 'কোভিড-১৯ সংক্রমিত হয়েও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ওই অনুষ্ঠানে তার অংশ নেওয়া সন্দেহজনক বলেও কমিটি মনে করে।'

তিনি জানান, সভায় সুধাংশু শেখর ভদ্র উপস্থিত থাকলেও, তার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে তিনি কিছু বলেননি।

বেনজির বলেন, 'সুধাংশু শেখর ভদ্র তার পদে থাকায় দেশের জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে বলে কমিটি মত দিয়েছে।’

কমিটির চেয়ারম্যান জানান, সুধাংশু শেখর ভদ্রর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনের তদন্তাধীন আছে।

পোস্ট-ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি প্রজেক্ট পুরোপুরি বাস্তবায়ন না করে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগের তদন্তের অংশ হিসাবে গত ১ সেপ্টেম্বর দুদক তাকে জিজ্ঞাসাবাদ করে।

দ্য ডেইলি স্টার সুধাংশু শেখরের বক্তব্য নিতে চেষ্টা করলেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago