অনূর্ধ্ব-১৯ দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা
২০২২ সালের যুব বিশ্বকাপকে সামনে রেখে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শিরোপা ধরে রাখার মিশনে আগামী ১ অক্টোবর থেকে স্কিল ট্রেনিং ক্যাম্প শুরু হবে তাদের। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ২৮ জনের নতুন স্কোয়াড ঘোষণা করে বিসিবি।
ক্যাম্প দাক পাওয়া ক্রিকেটারদের আগামী ২৯ সেপ্টেম্বর মিরপুর ক্রীড়া পল্লীতে যোগ দিতে বলা হয়েছে। পর দিন কোভিড-১৯ পরীক্ষা করা হবে যুবাদের। ক্যাম্প শুরুর পর আগামী ১৭, ১৮, ২২, ২৪ ও ২৬ অক্টোবর নিজেদের মধ্যে পাঁচটি প্রস্তুতিমূলক একদিনের ম্যাচ খেলবেন তারা।
অনুশীলনে যোগ দিতে এরমধ্যেই প্রধান কোচ নাভিদ নওয়াজ ও ট্রেইনার রিচার্ড স্টনির ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন তারা।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট বিকেএসপিতে ৪৭ জন ক্রিকেটার চার সপ্তাহের আবাসিক ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পটি শেষ হয় ১৮ সেপ্টেম্বর। পারফরম্যান্সের ভিত্তিতে ৪৭ জনের স্কোয়াড কমিয়ে ২৮ জনে এনেছে বিসিবি।
অনূর্ধ্ব-১৯ স্কোয়াড:
মোফিজুল ইসলাম, ইমন আলী, ইফতেখার হোসেন ইফতি, হাবিবুর শেখ মুন্না, প্রান্তিক নওরোজ নাবিল, সাকিব শাহরিয়ার, সোহাগ আলী, মেহরাব হোসেন, আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ খালিদ হাসান, আইচ মোল্লা, আশরাফুল হাসান রিহাদ খান, মুশফিক হাসান, আরিফ আহমেদ অনিক, বায়জিদ মিয়া রোমান, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, রিপন মণ্ডল, মুস্তাকিম মিয়া, আহসান হাবিব লিয়ন, নাইমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম, মিসবাহ আহমেদ সানা, মাকসুদুর রহমান, গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বি, জিল্লুর রহমান ও জাকারিয়া ইসলাম শান্ত।
Comments