জ্যাক মা’কে পিছনে ফেলে চীনের শীর্ষ ধনী ‘লোন উলফ’ ঝোং শানশান

চীনে সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা’কে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন বোতলজাত পানির কোম্পানি নংফু স্প্রিং করপোরেশনের মালিক ঝোং শানশান।
আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা-কে (বামে) পেছনে ফেলে চীনের শীর্ষ ধনী এখন ঝোং শানশান (ডানে)

চীনে সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা’কে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন বোতলজাত পানির কোম্পানি নংফু স্প্রিং করপোরেশনের মালিক ঝোং শানশান।

বিবিসি জানায়, ঝোং শানশান ১৯৯৬ সালে চীনের পূর্ব উপকূলের ঝেজিয়াং প্রদেশে নংফু স্প্রিং প্রতিষ্ঠা করেন।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স সূচকে এখন তিনি ৫৮.৭ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে শীর্ষস্থানে আছেন।

‘লোন উলফ’ নামে পরিচিত ঝোং এখন ভারতের মুকেশ আম্বানির পরেই এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি। এছাড়াও বিশ্বের শীর্ষ ৫০০ ধনী ব্যক্তির তালিকায় সামগ্রিকভাবে তিনি ১৭তম স্থানে রয়েছেন।

গত এপ্রিলে চীনের ভ্যাকসিন তৈরিকারী সংস্থা ওয়ানতাই বায়োলজিক্যাল ফার্মেসি এন্টারপ্রাইজ কোম্পানি শেয়ার বাজারে নথিভুক্ত হয়। এর ফলে আগস্টে ঝোংয়ের মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় দুই হাজার কোটি ডলার।

সাম্প্রতিক শেয়ার বাজারের তালিকায় তার বোতলজাত পানির কোম্পানি ও ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের অংশীদার হিসেবেই মূলত তার সম্পদ বেড়েছে।

সাধারণত বিভিন্ন প্রযুক্তি সংস্থার মালিকরা চীনে ধনীতমদের তালিকায় থাকেন। আলিবাবার মালিক জ্যাক মা গত ছয় বছর ধরে চীনের ধনীদের শীর্ষে ছিলেন।

তবে, সম্প্রতি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে হুয়াওয়ে, টিকটক ও উইচ্যাটসহ অন্যান্য চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য কমেছে।

Comments

The Daily Star  | English
Is Awami League heading towards a Pyrrhic victory

Column by Mahfuz Anam: Is Awami League heading towards a Pyrrhic victory?

With values destroyed, laws abused, institutions politicised, and corruption having become the norm, will victory by worthwhile for the Awami League?

9h ago