সিটি করপোরেশনের নিষ্ঠুর প্রক্রিয়ায় কুকুর অপসারণে ১৫ শিল্পীর নিন্দা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এর সম্প্রতি বিভিন্ন এলাকা থেকে কুকুর অপসারণ করে মাতুয়াইল এলাকায় ফেলে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দেশের ১৫ শিল্পী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কুকুরদের খাবার দিচ্ছেন এক শিক্ষার্থী। এসব কুকুর নিষ্ঠুর প্রক্রিয়ায় অপসারণের অভিযোগ উঠেছে ডিএসসিসির বিরুদ্ধে। ছবি: অ্যানিমেল ওয়েলফেয়ার ক্লাব, ঢাবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এর সম্প্রতি বিভিন্ন এলাকা থেকে কুকুর অপসারণ করে মাতুয়াইল এলাকায় ফেলে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দেশের ১৫ শিল্পী।

মাত্রাতিরিক্ত সিডেটিভ দিয়ে অপসারণের এ প্রক্রিয়াকে নিষ্ঠুরতা আখ্যা দিয়ে আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে উদ্বেগ জানিয়েছেন তারা।

চলমান নিধন প্রক্রিয়ার মতো অমানবিক কর্মকাণ্ড সিটি করপোরেশনের দায়িত্ব হতে পারে না বলেও জানানো হয় বিবৃতিতে।

বিবৃতিদাতারা হলেন- রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, ডা. সারওয়ার আলী, আলী যাকের, অধ্যাপক আবদুস সেলিম, মামুনুর রশীদ, অধ্যাপক শফি আহমেদ, মফিদুল হক, নাসির উদ্দীন ইউসুফ, সারা যাকের, মান্নান হীরা, শিমূল ইউসুফ, গোলাম কুদ্দুছ, হাসান আরিফ ও মাসুম রেজা।

নাসির উদ্দীন ইউসুফের পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, অবিবেচনা প্রসূত সিদ্ধান্তে ঢাকা দক্ষিণ থেকে নিষ্ঠুরভাবে কুকুর অপসারিত হচ্ছে। অপসারণ কালে মাত্রাতিরিক্ত সিডেটিভ শরীরে প্রবেশ করিয়ে অর্ধমৃত কুকুরগুলোকে মাতুয়াইল বর্জ্য নিক্ষেপস্থলে ফেলে দিয়ে আসছে। এতে অনেক কুকুরের মৃত্যু হচ্ছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই।'

মানব সভ্যতার ঊষালগ্ন থেকে কুকুর মানুষের বিশ্বস্ত সঙ্গী উল্লেখ করে বিবৃতিতে তারা বলেন, 'গ্রাম, শহর সব জনপদে কুকুর মানুষের নিরাপত্তা দেয়। উচ্ছিষ্ট খাবার খেয়ে জনপদ পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে রাখে। মানুষের বাড়িঘর ও দোকানপাট চুরি-রাহাজানি থেকে রক্ষা করে।'

কর্তৃপক্ষ অবশ্যই কুকুরের ব্যবস্থাপনা ও শৃঙ্খলা রক্ষায় বন্ধাত্ব্যকরণ ও ভ্যাকসিন প্রয়োগ করে তাদের দায়িত্ব পালন করবে বলে দাবি করেন তারা। সেইসঙ্গে অমানবিক কাজ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে বিরত থাকার দাবিও জানিয়েছেন শিল্পীরা।

তারা বলেন, ‘প্রকৃতির যে জীবনচক্র আমাদের ছোট্ট এই পৃথিবীর পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা করছে, কুকুর সেই জীবনচক্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণী। তাই কুকুর নিধন নয়। কুকুর প্রতিপালনই আমাদের দায়িত্ব।’

 

 

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago