সিনেমার ‘প্রীতিলতা’ হচ্ছেন পরীমনি

ব্রিটিশবিরোধী আন্দোলনের শহীদ বীরকন্যা প্রীতিলতা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পরীমনিকে।

ব্রিটিশবিরোধী আন্দোলনের শহীদ বীরকন্যা প্রীতিলতা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পরীমনিকে। 

গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে ইউফরসির ব্যানারে  ছবিটির শুটিং শুরু হচ্ছে আগামী ১ নভেম্বর। ছবিটি পরিচালনা করছেন রাশিদ পলাশ। ঢাকা, চট্টগ্রাম এবং কলকাতায় শুটিংয়ের প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে বলে দ্য ডেইলি স্টার অনলাইনকে নিশ্চিত করেছেন পরিচালক।

পরীমনি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, 'প্রীতিলতা ছবিটির জন্য প্রায় দুই বছর ধরে কথা হচ্ছে এই টিমের সঙ্গে। চরিত্রটি বোঝার চেষ্টা করছি। বাকীটা দেখা যাক কি হয়।'

পরিচালক রাশিদ পলাশ দ্য ডেইলি স্টার অনলাইনকে জানান ‘প্রীতিলতা চরিত্রের জন্য পরীমনিকেই পারফেক্ট মনে হয়েছে। দীর্ঘদিন ধরেই চরিত্রটি নিয়ে আলাপ চলছিল। এখন তাকে প্রীতিলতা রূপে দর্শকের কাছে হাজির করার অপেক্ষায় আছি।’

চিত্রনাট্যকার গোলাম রাব্বানী  দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘চার বছর আগে আমরা প্রীতিলতাকে নিয়ে কাজ শুরু করি। দেশপ্রেম আদর্শ আর সাহসের গল্প নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই আমাদের এই উদ্যোগ। ঐতিহাসিক চরিত্র তাই আমাকে গবেষণায় বেশি সময় দিতে হয়েছে। বাকিটা দর্শকরা পর্দায় দেখবেন।'

১৯১১ সালে ৫ মে চট্টগ্রামের পটিয়ার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন প্রীতিলতা। তিনি ১৯৩২ সালে ২৪ সেপ্টেম্বর পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণে গিয়ে গুলিবিদ্ধ হন। ধরা পড়ার আগে সঙ্গে রাখা পটাশিয়াম সায়ানাইড খেয়ে মাত্র ২১ বছর বয়সে দেশের জন্য আত্মাহুতি দেন প্রীতিলতা।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago