বার্সার কোনো কিছুই মেসিকে আর অবাক করে না

ছবি: ইনস্টাগ্রাম

বাস্তবতা তো নিজেই দেখেছেন। বার্সেলোনা ছাড়তে চেয়ে কতো হেনস্তাই না হলেন লিওনেল মেসি। শেষ পর্যন্ত দল ছাড়তে পারলে হয়তো আরও বাজে অভিজ্ঞতা হতো তার। তাই লুইস সুয়ারেজের এমন অনাকাঙ্ক্ষিত বিদায়ে আর কীভাবে অবাক হন এ আর্জেন্টাইন। হনও-নি। তবে প্রিয় বন্ধুর এমন বিদায়ে কষ্ট পেয়েছেন রেকর্ড ছয় বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে বিধ্বস্ত হওয়ার দলে ব্যাপক পরিবর্তন ছিল অনুমিত। কোচ বদল দিয়ে শুরু। এরপর নতুন কোচ রোনাল্ড কোমান যোগ দেওয়ার পর বেশ কিছু সিনিয়র খেলোয়াড়কে নতুন ক্লাব খুঁজে নেওয়ার কথা বলেন। সে তালিকায় ছিলেন সুয়ারেজ। তাও আবার মাত্র ৬০ সেকেন্ডের একটি ফোন কলে। অথচ ক্লাবটির ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। আরও ভালোভাবে সংবাদটা পাওয়ার মতো যোগ্যতা নিজের পারফরম্যান্স দিয়েই অর্জন করেছেন এ উরুগুইয়ান।

শুধু তাই নয়, ক্লাব ছাড়তে বলার পর পছন্দ অনুযায়ী ক্লাবে যোগ দিতে গিয়েও নানা জটিলতা দেখেছেন। অ্যাতলেতিকো মাদ্রিদে তাকে যেতে দিতে চাননি ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। পরে ক্লাবে থেকে যাওয়ার হুমকি দিয়ে সংবাদ সম্মেলন করার কথা বলায় সুর নরম হয় ক্লাব সভাপতির। যোগ দিতে পেরেছেন অ্যাতলেতিকোতে।

তবে সবমিলিয়ে অসন্তুষ্ট মেসি। প্রিয় বন্ধুর বিদায়ে সামাজিক মাধ্যমে বেশ আবেগ ঘন এক বার্তা দিলেন তিনি, 'আমি আগেই ধারণা পেয়েছিলাম কিন্তু আজ আমি লকার রুমে ঢুকলাম এবং বিষয়টি আমাকে আঘাত করে। তোমার সঙ্গে দিন কাটানো ছাড়া কতোটা কঠিন হবে মাঠে এবং মাঠের বাইরে। আমরা তোমাকে খুব মিস করবো। অনেক বছর হলো, অনেক সতীর্থ, মধ্যাহ্নভোজন, নৈশভোজ... এমন অনেক কিছুই যা কখনই ভুলে যেতে পারবো না, প্রতিদিন একসঙ্গে।'

২০১৪ সালে ইংলিশ ক্লাব লিভারপুল থেকে বার্সায় নাম লেখান সুয়ারেজ। এরপর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৮৩ ম্যাচে ১৯৮ গোল করেছেন তিনি। দলটির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোল করার রেকর্ড তার দখলে। একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও চারটি লা লিগাসহ বার্সার জার্সিতে মোট ১৩টি শিরোপা জিতেছেন তিনি। এরমধ্যে ২০১৫ সালে ট্রেবল জয়ের বিরল কীর্তিও আছে তার।

সেই খেলোয়াড়ের এমন বিদায় মানতে কষ্ট হচ্ছে মেসির, 'অন্য দলের জার্সি গায়ে তোমাকে দেখা অনেক অদ্ভুত এবং তার চেয়ে বেশি হবে তোমার প্রতিদ্বন্দ্বিতা করা। তোমার বিদায়টা তেমন হওয়া উচিৎ ছিল যেটা তুমি প্রাপ্য, ক্লাবের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়, ব্যক্তিগত ও দলীয় অনেক গুরুত্বপূর্ণ অর্জন। যেভাবে তারা লাথি মেরে বের করল সেটার প্রাপ্য ছিলে না। তবে সত্যটি হলো এই মুহূর্তে কোনো কিছুই আমাকে অবাক করে না।'

সুয়ারেজ অ্যাতলেতিকোতে যোগ দেওয়ায় চলতি মৌসুমেই একাধিক বার তার মোকাবেলা করতে হবে। তারপরও নতুন ক্লাবে নতুন চ্যালেঞ্জ নেওয়ায় সুয়ারেজকে শুভকামনা জানিয়েছেন মেসি, 'এই নতুন চ্যালেঞ্জের জন্য তোমাকে শুভ কামনা। আমি তোমাকে খুব ভালবাসি, খুব ভালবাসি। শীঘ্রই দেখা হবে বন্ধু।'

Comments

The Daily Star  | English

Israel welcomes 'all help' in striking Iran

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

1d ago