নতুন কৃষি আইনের প্রতিবাদে ভারতে ব্যাপক কৃষক বিক্ষোভ

ভারতের নতুন কৃষি আইনের প্রতিবাদে রাস্তা ও রেলপথ অবরোধ করে হাজার হাজার কৃষক বিক্ষোভ করছেন। নতুন এ আইনের ফলে কৃষকদের কাছ থেকে নির্ধারিত দামে সরকারের ফসল কেনা বন্ধ হয়ে যেতে পারে এবং এতে বেসরকারি ক্রেতাদের ওপর তাদের নির্ভর করতে হবে।
ভারতের শীর্ষস্থানীয় কৃষকদের সংগঠনগুলোর আহ্বানে দেশব্যাপী ধর্মঘটের অংশ হিসেবে আজ শুক্রবার কৃষকরা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন। ট্রাক, ট্রাক্টর এবং কম্বাইন্ড হার্ভেস্টার নিয়ে তারা নয়াদিল্লির মহাসড়ক অবরোধ করেন বলে জানিয়েছে রয়টার্স।
এ ছাড়াও, রাস্তায় নেমেছেন উত্তর ভারতের পাঞ্জাব ও হরিয়ানার লাখ লাখ কৃষক। পূর্ব ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গেও বিক্ষোভ করছেন কৃষকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটেও কৃষকদের সংগঠনগুলো বিক্ষোভ করছে।
কৃষকরা রেলপথ অবরোধ করায় আজ বেশ কয়েকটি ট্রেন চলাচল বাতিল করেছে কর্তৃপক্ষ।
বিভিন্ন রাজ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, বিশেষত নয়াদিল্লির আশপাশে যেকোনো সহিংসতা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পুরনো আইন থেকে ভারতের বিশাল কৃষিক্ষেত্রকে মুক্ত করতে সম্প্রতি সংসদে এ আইনটির অনুমোদন হয়। এ আইনের পর ওয়ালমার্টসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কাছে কৃষকদের ফসল বিক্রি সহজ হবে।
ভারত সরকার মনে করে, নতুন আইনের ফলে সরকার কৃষকদের কাছ থেকে নির্ধারিত দামে চাল ও গমজাতীয় শস্য কেনার পাশাপাশি, কৃষকরা তাদের ফসল বেসরকারি ক্রেতাদের কাছেও বিক্রি করতে পারবে।
তবে এতে আশ্বস্ত হয়নি ভারতের কৃষক সম্প্রদায়। কৃষক নেতারা বলছেন, ভারত সরকার নিয়ন্ত্রিত সাত হাজারেরও বেশি পাইকারি বাজারের কারণে কৃষকেরা সময়মত তাদের ফসলের দাম পেয়ে থাকে।
Comments