ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন

খাগড়াছড়িতে প্রতিবন্ধী নারী ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে মানববন্ধন হয়েছে। আজ শনিবার সকালে সম্মিলিত ছাত্র ও সামাজিক সংগঠনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এই মানববন্ধন হয়।
ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন করে সম্মিলিত ছাত্র ও সামাজিক সংগঠন। ছবি: স্টার

খাগড়াছড়িতে প্রতিবন্ধী নারী ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে মানববন্ধন হয়েছে। আজ শনিবার সকালে সম্মিলিত ছাত্র ও সামাজিক সংগঠনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এই মানববন্ধন হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক দিন ধরে যেভাবে নারী নিপীড়ন ও ধর্ষণের ঘটনা ঘটছে এতে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। পাবর্ত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী নিপীড়ন ও ধর্ষণের ঘটনায় সুষ্ঠু ও ন্যায় বিচারের দাবি জানান তারা।

জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ানের সভাপতিত্বে উইমেন রিসোর্স নেটওয়ার্ক রাঙ্গামাটি জেলা শাখার সমন্বয়ক আইনজীবী সুস্মিতা চাকমা, বাংলাদেশ তঞ্চংগ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক জগদীশ তঞ্চংগ্যা, সেচ্ছাসেবী সংগঠন উন্মেষের সভাপতি বিটন চাকমাসহ সম্মিলিত ছাত্র ও সামাজিক সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান বলেন, পার্বত্যজেলাসহ সারাদেশে যেভাবে নারী ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছে তা মেনে নেওয়া যায় না। এসব ঘটনার সুস্থ তদন্ত করে বিচারের দাবি জানান তিনি।

Comments