৭ ঘণ্টা পর ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল স্বাভাবিক

সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ শনিবার রাতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘৬টায় ট্রেনটি লাইনে আনা হয়। সাড়ে ৬টা থেকে ট্রেন চলাচল শুরু হয়।’
এর আগে, আজ সকাল সাড়ে ১০টায় শহরের উকিলপাড়া এলাকায় লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর সাত ঘণ্টা পরে বিকেল সাড়ে ৬ টায় আবারও ট্রেন চলাচল শুরু হয়।
তখন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সকাল পৌনে ১০টার ট্রেন বিলম্ব হওয়ায় ১০টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে স্টেশন ছেড়ে যায়। উকিলপাড়া পৌঁছে ট্রেনটির পেছনের একটি বগির একটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
আরও পড়ুন:
আবারও ট্রেন লাইনচ্যুত, ঢাকা-নারায়ণগঞ্জে রেল যোগাযোগ বন্ধ
Comments