বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষা: সৌদি যেতে পারেননি ৩২ প্রবাসী
সরকার অনুমোদিত পরীক্ষা কেন্দ্রের পরিবর্তে বেসরকারি হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষা করানোয় ৩২ প্রবাসীকে সৌদি আরবে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্লাবন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে জানান, সৌদিগামী এসভি-৩৮০৭ ফ্লাইট ওই ৩২ জনকে রেখেই সন্ধ্যা সাড়ে ৬টায় বিমানবন্দর ছেড়ে যায়।
তিনি বলেন, 'ওই ৩২ জন রাজধানীর মহাখালিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মার্কেটে স্থাপিত সরকার অনুমোদিত পরীক্ষা কেন্দ্র থেকে কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট নেননি। তাই তাদের বোর্ডিং পাস দেওয়া হয়নি।'
বিমানবন্দরের সূত্র জানায়, তারা সাভারের এনাম মেডিকেল হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল থেকে কোভিড-১৯ পরীক্ষা করেছেন।
সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান, সৌদিগামী সব যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি আরব পৌঁছাতে হবে।
সৌদি এয়ারলাইন্স এখন ঢাকা থেকে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করছে। তবে, ফ্লাইটের সংখ্যা বাড়াতে তারা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আগামী ১ অক্টোবর থেকে সৌদিতে নিয়মিত ফ্লাইট চালু করার কথা আছে।
কোভিড-১৯ মহামারির কারণে মার্চ মাস থেকে সৌদিতে তাদের কর্মস্থলে ফিরে যাওয়ার অপেক্ষমান প্রায় ৫০ হাজার কর্মীর কথা বিবেচনা করে এই দুই উড়োজাহাজ চলাচল সংস্থা ২৩ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ১০টি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।
আর, বিদেশগামী যাত্রীদের জন্য কোভিড-১৯ পরীক্ষা করতে সরকার প্রাথমিকভাবে ১৯টি চিকিৎসাকেন্দ্র ও পরীক্ষাগার নির্ধারণ করে দেয়।
ঢাকার মধ্যে তিনটি প্রতিষ্ঠান হচ্ছে-ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার, ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন।
পরে, বিদেশগামী যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষার জন্য কেবল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মার্কেটে নমুনা সংগ্রহ বুথ স্থাপন করা হয়।
Comments