ধর্ষণের সুষ্ঠু বিচার দাবিতে খাগড়াছড়িতে ছাত্র সংগঠনের মানববন্ধন
খাগড়াছড়িতে এক প্রতিবন্ধী পাহাড়ি নারীকে দলবেঁধে ধর্ষণের ঘটনার সুষ্ঠু বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল (বিএমএসসি) ও ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের (টিএসএফ) যৌথ উদ্যেগে খাগড়াছড়ি প্রেসক্লাব কার্যালয়ের সামনে আজ রোববার সকালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশের আগে খাগড়াছড়ি শহরের বিভিন্ন এলাকা ঘুরে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি খাগড়াছড়ি সরকারি স্কুল মাঠ থেকে শুরু হয়ে ভাঙ্গা ব্রিজ মোড় হয়ে খাগড়াছড়ি প্রেসক্লাবে এলে মানববন্ধন ও সমাবেশ শুরু হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক দিন ধরে ধারাবাহিকভাবে যেভাবে নারী নিপীড়ন ও ধর্ষণের ঘটনা ঘটছে, এতে পাহাড়ের নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তা ছাড়া, ধর্ষণ ও নারী নিপীড়নের সুস্থ বিচার না হওয়ায় বারবার এ ধরনের ঘটনা ঘটছে।
বিএমএসসি খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক নিঅংগ্য মারমা সঞ্চালনায় কর্মসূচিতে সভাপতিত্ব করেন টিএসএফ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নক্ষত্র ত্রিপুরা।
সমাবেশে টিএসএফ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য হেলিন ত্রিপুরা, বিএমএসসি খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি ক্যপ্রুসাই মারমা, বিএমএসসি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মংসাই মারমা বক্তব্য রাখেন। এ ছাড়াও, সংহতি বক্তব্য রাখেন গোলাবাড়ি মৌজার হেডম্যান উক্যসাইন চৌধুরী।
সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের বিচারহীনতা সংস্কৃতির জন্য প্রতিনিয়ত ধর্ষণের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে চলেছে। যা নিঃসন্দেহে পার্বত্য চট্টগ্রামের জন্য অশনিসংকেত।
Comments