কুমিল্লায় ৭ কোটি ২৭ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি
কুমিল্লায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাত মাসে আটক সাত কোটি ২৭ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে।
আজ রোববার সকাল ১০টায় বিজিবি-১০ কুমিল্লা সদর দপ্তরের শালবন মাল্টিপারপাস হল সংলগ্ন মাঠে এসব মাদকদ্রব্য ধ্বংস করে।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিজিবি কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন। এ ছাড়া, কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. গোলাম ফজলে রাব্বি জানান, ভারত সীমান্তবর্তী কুমিল্লার বিভিন্ন এলাকায় গত ১ ফেব্রুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত সময়ে মালিকবিহীন অবস্থায় আটক করা সাত কোটি ২৭ লাখ ৩৩ হাজার ৭২০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। এর মধ্যে আছে ফেনসিডিল, গাঁজা, মদ, ইয়াবা, বিভিন্ন অবৈধ ট্যাবলেটসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য।
Comments