প্রধানমন্ত্রীর অনুদান পেল মসজিদ বিস্ফোরণে ৩৫ হতাহতের পরিবার

Narayanganj.jpg
৩৫ হতাহতের পরিবারের সদস্যদের হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। ছবি: স্টার

নারায়ণগঞ্জের বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে হতাহত ৩৫ জনের পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর অনুদানের এক কোটি ৭৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে। প্রত্যেক পরিবারকে দেওয়া হয়েছে পাঁচ লাখ টাকা।

আজ রোববার বিকালে সদর উপজেলার চাঁদমারী এলাকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হতাহতদের পরিবারের সদস্যদের হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। এর আগে, মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের পরিবারের জন্য দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক প্রমুখ।

গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টায় সদর উপজেলার পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষার্থী, সাংবাদিক ও শিশুসহ ৪০ জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা প্লাস্টিক সার্জারি ও বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, আইসিইউতে আশঙ্কাজনক আছেন দুজন।

Comments

The Daily Star  | English

Diplomatic push loses steam

Iran says European proposals ‘unrealistic’; Trump says Europe’s diplomacy unlikely to yield results

6h ago