ধানমন্ডিতে নির্মাণাধীণ ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু
রাজধানীর ধানমন্ডিতে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন নির্মাণ শ্রমিক মারা গেছেন।
আজ সোমবার সকাল ১১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উদ্দিন মিয়া জানান, সকাল ১১ টার দিকে একটি নির্মাণাধীন ভবনের বারান্দার রেলিং ভেঙে তিন জন শ্রমিক মাটিতে পড়ে যান। ঘটনাস্থলেই মারা যান নির্মাণশ্রমিক শরিফুল ইসলাম (২৫)।
অপর দুজনকে চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। তাত্ক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি বলে জানান ওসি।
Comments