কক্সবাজার সৈকত পরিষ্কার করলেন চট্টগ্রামের করোনা যোদ্ধারা
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন করোনা আইসোলেশন সেন্টারের স্বেচ্ছাসেবকরা।
গতকাল এ কর্মসূচিতে অংশ নেন চট্টগ্রামের চিকিৎসক, নার্স এবং করোনা সম্মুখ যুদ্ধে অংশ নেওয়া স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় একশ স্বেচ্ছাসেবক।
কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসা প্লাস্টিক বোতল ও পলিথিনসহ অপচনশীল বিপুল পরিমাণ বর্জ্য পরিষ্কার করেন স্বেচ্ছাসেবকরা।
করোনা আইসোলেশন সেন্টার চট্টগ্রামের প্রধান সমন্বয়ক নুরুল আজিম রনি বলেন, ‘ভেসে আসা নানা ধরণের বর্জ্য সৈকতকে দূষিত করেছে। কারণ, এসব বর্জ্যের বেশিরভাগই বোতলজাত ও প্লাস্টিক দ্রব্য যা পচনশীল নয়। আমরা যারা পর্যটক হিসেবে কক্সবাজার সৈকতে আসি তাদের সবাইকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে। একই সঙ্গে বিশ্ব দরবারে দেশের পর্যটন শিল্পকে কার্যকরভাবে তুলে ধরার উপরও গুরুত্ব দিতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন- ডা. হাসিবুল ইসলাম, ডা. সাদ্দাম হোসেন, ডা. রাসেল, নার্স সায়মা আক্তার, স্বেচ্ছাসেবক টিম লিডার মিজানুর রহমান মিজান, ঐশিক পাল জিতু, শিহাব আলি চৌধুরী, অমিত চক্রবর্ত্তী, মোহাম্মদ আরিফ উদ্দীন, রায়হান উদ্দীন, যুবরাজ দাস, নাহিদুল আলম, জামশেদুল ইসলাম, মোহাম্মদ রাকিব, শাহাদাত হোসাইন, মায়মুন উদ্দীনসহ অনেকে।
Comments