সাভারে ৭০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
সাভারে বিভিন্ন বাসাবাড়িতে নেওয়া সাতশ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্টিবিউশন কোম্পানি।
আজ সোমবার সাভারের আশুলিয়ার বড়রাঙ্গামটিয়া ও ঘোষবাগ পুকুরপাড় এলাকায় অভিযান চালায় তিতাস কোম্পানির সাভার জোনাল অফিস ও সাভার উপজেলা প্রশাসন।
তিতাসের সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক আবু সাদাত মোহাম্মদ সায়েম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দিনব্যাপী অভিযানে প্রায় ১ কিলোমিটার এলাকার সাতশ বাসা বাড়িতে নেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।’
তিনি আরও বলেন, ‘এ সময় অবৈধ সংযোগে ব্যবহৃত লোহার পাইপ, রাইজার ও বিভিন্ন মালামাল জব্দ করা হয়।’
মোহাম্মদ সায়েম বলেন, ‘এর আগেও এসব এলাকায় অভিযান চালিয়ে অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। কিন্তু, চলমান করোনা মহামারিতে পুনরায় এই এলাকায় গ্যাস সংযোগ দেওয়া হয়।’
তিতাসের পক্ষ থেকে অবৈধ সংযোগ গ্রহীতা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
Comments