সাভারে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ
সাভারে পারিবারিক কলহের জেরে স্ত্রী জুলেখাকে (৩৫) শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক আছেন জুলেখার স্বামী।
আজ সোমবার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম।
তিনি বলেন, ‘সোমবার রাজফুলবাড়িয়ার পানপাড়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে জুলেখার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জুলেখা কুষ্টিয়ার দৌলতপুরের বাসিন্দা। তার স্বামী লিটন পেশায় রাজমিস্ত্রি। তিনি পলাতক আছেন।’
সাইফুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গতকাল রাতে কোনো এক সময় লিটন তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হয়েছে।’
নিহতের স্বামী লিটনকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
Comments