দুদকের মামলায় জেএমআই চেয়ারম্যান আব্দুর রাজ্জাক গ্রেপ্তার
নকল এন ৯৫ মাস্ক সরবরাহ, নিম্নমানের পিপিই ও অন্যান্য চিকিৎসা সরঞ্জাম কেনার অভিযোগে জেএমআই হাসপাতাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমেটেডের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।
আজ মঙ্গলবার দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজই আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পরে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ৮ জুলাই দুদক পরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদীন শিবলী প্রায় ছয় ঘণ্টা আব্দুর রাজ্জাককে জিজ্ঞাসাবাদ করেন।
এপ্রিলের শুরুর দিকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা মাস্ক ও পিপিই’র মান নিয়ে প্রশ্ন তোলায় বিষয়টি সামনে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে সমালোচনা হয়।
Comments