‘আমার সংসদীয় এলাকা’ এসডিজির তথ্য এমপিদের হাতের মুঠোয় এনে দেবে: স্পিকার

Shirin_Sharmin_Chowdhury.jpg
ছবি: সংগৃহীত

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে সংসদ সদস্যদের সম্পৃক্ত করার তাগিদ জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, এ ক্ষেত্রে ‘আমার সংসদীয় এলাকা-মাই কনস্টিটিউয়েন্সি’ ডাটা প্লাটফর্ম অ্যাপ সহায়ক ভূমিকা পালন করবে।

আজ মঙ্গলবার ইউএনডিপি বাংলাদেশ-এর উদ্যোগে ‘আমার সংসদীয় এলাকা-মাই কনস্টিটিউয়েন্সি’ ডাটা প্লাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

শিরীন শারমিন চৌধুরী বলেন, নির্বাচিত সংসদ সদস্যরা নিজস্ব সংসদীয় এলাকার উন্নয়ন ও জনমানুষের জীবনমানের উন্নয়নে নিরলসভাবে কাজ করেন। ‘আমার সংসদীয় এলাকা-মাই কনস্টিটিউয়েন্সি’ ডাটা প্লাটফর্ম অ্যাপ এসডিজি বিষয়ক তথ্য তাদের হাতের মুঠোয় এনে দেবে। গত পাঁচ বছর ধরে আওয়ামী লীগ সরকার বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করে এসডিজি প্রতিশ্রুতির প্রতিটি ধাপ সফলভাবে পূরণ করে যাচ্ছে। ইতোমধ্যে এ সংক্রান্ত ভলান্ট্রি ন্যাশনাল রিপোর্ট বাংলাদেশ জাতিসংঘে জমা দিয়েছে।

বর্তমান বিশ্ব কোভিড-১৯ সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। কর্মসংস্থানের ঘাটতি হওয়ার কারণে অর্থনীতিকে সঠিক পথে রেখে এসডিজিকে বাস্তবায়ন করা জটিল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সংসদ সদস্যদের বাস্তব অভিজ্ঞতার আলোকে প্রয়োজনীয় বিষয়গুলো বিবেচনায় রেখে ‘আমার সংসদীয় এলাকা-মাই কনস্টিটিউয়েন্সি’-ডাটা প্লাটফর্মটি সাজানো হয়েছে। প্রাথমিকভাবে এই প্লাটফর্মে ১০টি বিষয়ভিত্তিক ডাটা, যেমন: বাল্যবিয়ের হার, মাতৃমৃত্যু হার ইত্যাদি তথ্য পাওয়া যাবে। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী আরও বিষয় সংযুক্ত করা হবে— বলেন শিরীন শারমিন চৌধুরী।

অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাগত বক্তব্য রাখেন। উদ্বোধনী বক্তব্য রাখেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী।

Comments

The Daily Star  | English

The constitution: Reforms only after a strong consensus

Constitutional reforms should be done after taking people’s opinions into account, said Dr Kamal Hossain, one of the framers of the constitution.

3h ago