খুলনার রূপসায় দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১
খুলনার রূপসা উপজেলায় দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে ফজর মোল্লা বাবু (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ২ টার দিকে খুলনার রূপসা উপজেলার নৈহাটি দক্ষিণ পাড়া এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় শিশুটিকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বাবু। শিশুটিকে উদ্ধার করে রাতে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
নির্যাতনের শিকার শিশুটি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার একটি মাদ্রাসার শিক্ষার্থী। মাদ্রাসা বন্ধ থাকায় কয়েকদিন আগে শিশুটি রূপসার জাবুসা গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে এসেছিল।
রূপসা থানার ওসি মোল্লা জাকির হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শিশুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। অভিযুক্তকে ইতিমধ্যে আমরা আটক করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’
Comments